Malda News- মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটাতে রক্তদানে এগিয়ে আসলেন স্বাস্থ্যকর্মীরা
#মালদহ- দীর্ঘদিন ধরেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের ভাঁড়ার শূন্য। রোগীদের চিকিৎসার জন্য রক্তের খোঁজ করতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে পরিবারের লোকেদের। এমন পরিস্থিতিতে মানবিক মুখ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীদের। দীর্ঘদিন ধরে রক্তের ভাড়ার শূন্য থাকায় অবশেষে ব্লাড ব্যাংকের কর্মীরাই রক্তদানে এগিয়ে আসলেন। বুধবার সন্ধ্যায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। ব্লাড ব্যাংকের কর্মী ছাড়াও এদিনের এই রক্তদান শিবিরে হাসপাতালের অন্যান্য কর্মী ও বেশ কয়েকজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আছেন।
ব্লাড ব্যাংকের কর্মীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তা আধিকারিকেরা। আসন্ন বসন্ত উৎসবের মরশুমে রক্তদান শিবির আয়োজন করতে সমস্যায় পড়তে হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে। বসন্ত উৎসবের মুহুর্তে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি পূরণ করতে মেডিকেলের থ্যালাসেমিয়া বিভাগ ও ব্লাড ব্যাংকের কর্মীদের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাত্রি ৯'টা পর্যন্ত চলে এদিনের এই রক্তদান শিবির। এদিন ১১২ তম রক্তদান করলেন রক্তদান আন্দোলনকর্মী তুষার সীট। তিনি অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী।
advertisement
এদিন শিবিরে তুষার বাবুকে সম্বর্ধনা দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন, মালদহ জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ ডাঃ অমিতাভ মন্ডল, ডাঃ অশোক চক্রবর্তী, ডাঃ প্রলয় দাস, ডাঃ সুশান্ত ব্যানার্জি প্রমূখ। শিবির সফল করতে মুখ্য ভূমিকা গ্রহণ করেন মালদহ ব্লাড সেন্টারের স্বাস্থ্যকর্মী মধুসূদন পান্ডে। এদিনের শিবিরের ১৪ জন ব্লাড ব্যাংকের কর্মী স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আছেন। শিবিরে মোট ৬২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। এদিনের শিবির থেকে সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দেন জেলা স্বাস্থ্য দফতর ও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা।
advertisement
Location :
First Published :
March 17, 2022 6:57 PM IST