হোম /খবর /মালদহ /
বিজেপির ডাকা বনধের মিশ্র প্রভাব মালদহ জেলায়

Malda News- বিজেপির ডাকা বনধের মিশ্র প্রভাব মালদহ জেলায়

X
মালদা [object Object]

এদিন সকাল থেকেই মালদহ শহরের বিভিন্ন রুটে ট্যাক্সি সহ ছোট যাত্রীবাহী গাড়ি চলাচল করতে দেখা গিয়েছে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#মালদহ- বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধের মিশ্র প্রভাব পড়ল মালদহ জেলায়। সোমবার সকাল থেকেই মালদহ শহরের রাস্তায় তেমন ভাবে দেখা মেলেনি বেসরকারি বাসের (Malda News)। তবে এদিন রাস্তায় পর্যাপ্ত পরিমাণে সরকারি বাস নামানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও এদিন সকাল থেকেই মালদহ শহরের বিভিন্ন রুটে ট্যাক্সি সহ ছোট যাত্রীবাহী গাড়ি চলাচল করতে দেখা গিয়েছে।

বিজেপির ডাকা বনধকে উপেক্ষা করেই এদিন মানুষ বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন। সকাল থেকেই মালদহ শহরের দৈনিক বাজারগুলি ছিল স্বাভাবিক ছন্দে (Malda News)। শহরের রাস্তার অলিগলিতে টোটোর চলাচল ছিল স্বাভাবিক। বনধের সমর্থনে এদিন মালদহ জেলার মার্কেট কমপ্লেক্স ও শপিংমলে গুলি বন্ধ ছিল।বনধে অপ্রীতিকর ঘটনা এড়াতে মালদহ জেলা পুলিশের পক্ষ থেকে মালদহ শহরে বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। মালদহ শহরের রথবাড়ি সুকান্ত সহ পোস্ট অফিস মোড়ে জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

বনধ সমর্থন করতে ও সফল করতে মালদহ জেলা বিজেপির পক্ষ থেকে সোমবার দুপুর নাগাদ মালদহ শহরের রাস্তায় একটি র‍্যালি বের করা হয়। বিজেপির এদিনের এই র‍্যালিতে উপস্থিত ছিলেন ইংরেজবাজার এর বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, সহ জেলা বিজেপির একাধিক নেতৃত্বরা।বনধ সফল করতে গোটা মালদহ শহর পরিক্রমা করে বিজেপির এই রালি। সকাল থেকে রাস্তায় যানচলাচল তুলনায় কম করলেও এদিন প্রশাসনিক কাজকর্ম ছিল স্বাভাবিক। জেলা প্রশাসনিক ভবন সহ জেলার সমস্ত সরকারি কার্যালয় গুলিতে কাজ হয়েছে স্বাভাবিক ছন্দে। বিজেপির ডাকা বনধে এদিন স্বাভাবিক ছিল পোস্ট অফিস পরিষেবা। বহু মানুষ এদিন লম্বা লাইনে দাঁড়িয়ে মালদহ সদর পোস্ট অফিসে বিভিন্ন কাজ করেন। জেলা প্রশাসনিক ভবনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ নিজেদের কাজে উপস্থিত হন। তবে মালদহ জেলার বিভিন্ন বেসরকারি সংস্থা ও বেসরকারি অফিসগুলি ছিল বন্ধ (Malda News)। দুপুরের পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে মালদহ শহর। একাধিক মার্কেট, কমপ্লেক্স, বাজার এমনকি শপিংমলগুলো খুলে দেওয়া হয়।

Harashit Singha

Published by:Samarpita Banerjee
First published:

Tags: BJP Bandh, Malda