Malda Municipal Elections 2022: পুরভোটে মালদা জেলার সমস্ত রাজনৈতিক দলগুলির প্রধান কার্যালয়ে ভোট সংক্রান্ত কাজের ভিড়, খোলা হল বিশেষ সেল

Last Updated:

পুরভোটে ওয়্যার রুমের ভুমিকায় রাজনৈতিক দলগুলির মালদা জেলার প্রধান কার্য়ালয়।

জেলা কার্যালয়ে বসে ভোটের খোঁজখবর নিচ্ছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
জেলা কার্যালয়ে বসে ভোটের খোঁজখবর নিচ্ছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
মালদা- পুরভোটে ওয়্যার রুমের ভুমিকায় রাজনৈতিক দলগুলির মালদা জেলার প্রধান কার্য়ালয়। যুদ্ধকালীন তৎপরতায় ভোটগ্রহণপর্ব নজরদারি চালানো হলো রাজনৈতিক দলগুলির কার্যালয় থেকে।তৃণমূলের জেলা কার্যালয়ে বসে দিন ভোর ভোটের তদারকির করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সাথে ছিলেন জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সি।পার্টি অফিসে বসে ফোন ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দুটি পুরসভার ভোট সংক্রান্ত বিষয়ে খোঁজ-খবর নিলেন। মালদা জেলা তৃণমূলের পক্ষ থেকে বিশেষ নির্বাচনী সেল তৈরি করা হয়।সেখান থেকেই কর্মীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ করেন দুই পুরসভার নির্বাচনী প্রক্রিয়ায়। জেলা পার্টি অফিসে বসে দিন ভোর কর্মীদের কাছ থেকে ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও এদিন জেলার বিভিন্ন প্রান্তের একাধিক নেতৃত্ব থেকে দুই শহরের তৃণমূল কর্মীরা সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে কাজে ঝাঁপিয়ে পড়েন। তৃণমূল প্রার্থীরাও নিজেদের অনুগামীদের নিয়ে বিশেষ নির্বাচনী সেল তৈরি করেন।ভোট দান কে কেন্দ্র করে সাধারণ ভোটারদের বিভিন্ন সমস্যা মেটানো, কোথাও কোনো ভোটার ভোট দিতে গিয়ে সমস্যায় পড়লে তাদের উদ্ধার করা। এছাড়াও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে এদিন ঝাঁপিয়ে পড়লেন তৃণমূলের কর্মীরা।প্রতিটি ওয়ার্ড থেকে তৃণমূল কর্মীরা ভোট সংক্রান্ত আপডেট জেলা কার্যালয় পৌঁছান। এই ভাবেই জেলায় তৃণমূলের পক্ষ থেকে দুটি পুরসভার ভোট সম্পন্ন করা হলো। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, শান্তিপূর্ণ ভাবে মালদার দুটি পুরসভায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হল। আমরা দুটি পুরসভাতেই সমস্ত ওয়ার্ডে জয়ী হব। আমাদের তৃণমূলের জেলা কার্যালয় কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুটি পুরসভার ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা এখান থেকে খোঁজ খবর নিচ্ছি। দলের পক্ষ থেকে কর্মীদের নিয়ে একটি বিশেষ সেল তৈরি করা হয়েছে। দলীয় কর্মীরাও নজরদারি চালাচ্ছেন। আমি সকাল থেকেই রাত পর্যন্ত জেলা কার্যালয়ে রয়েছি। ভোটকে কেন্দ্র করে মালদা জেলা বিজেপি কার্যালয়ে এদিন নির্বাচনী সেল খোলা হয়েছিল। সকাল থেকেই বিজেপির নেতারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, ভোটারদের সমস্যা প্রার্থীদের সমস্যার কথা নথিভুক্ত করেন। ভোটের দিনভোর ইংরেজবাজার পৌরসভার একাধিক বুথে ঘুরে বেড়ালেন বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। কোথাও কোনো অভিযোগ পেলেই তৎক্ষণাৎ তিনি ছুটে গিয়েছেন। কথা বলেছেন সাধারণ ভোটারদের সাথে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।বিভিন্ন বুথ থেকে আসা নির্বাচনে বিজেপি প্রার্থীদের ওপর হামলার ঘটনার অভিযোগ নথিভুক্ত করা হয় জেলা কার্যালয়। জেলা কার্যালয় বিজেপি নেতারা সমস্ত অভিযোগগুলি লিখিত আকারে নির্বাচন কমিশন ও জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল বলেন, জেলা কার্যালয় নির্বাচন সংক্রান্ত কাজের জন্য বিশেষ সেল খোলা হয়েছে। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে আমাদের দলীয় কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন। সাধারণ ভোটারদের নানান সমস্যার কথা আমাদের জানাচ্ছেন। কোথাও কোন গণ্ডগোল ঝামেলা হলে আমরা তা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করছি। দুটি পুরসভার ভোট কেন্দ্র করে মালদা জেলা বামফ্রন্ট এর পক্ষ থেকে বিশেষ নির্বাচন সেল খোলা হয়েছিল। জেলা জেলা বামফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে এই সেল তৈরি করা হয়। দুটি পুরসভার বেশকিছু জায়গা থেকে ছাপ্পা ভোট রিগিং এর অভিযোগ সিপিএম পার্টি অফিসে আসে। সিপিএমের কর্মীরা জেলা কার্যালয় থেকে সরাসরি সেগুলি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন। মালদা জেলা বামফ্রন্টের সম্পাদক অম্বর মিত্র বলেন, জেলার দুটি পুরসভায় প্রায়ই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলো। তবে কয়েকটি ওয়ার্ড থেকে ছাপ্পা ভোট রিগিং এর অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয় গুলি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি। আমাদের কাছে যেভাবে অভিযোগ আসছে আমরা সেভাবেই নির্বাচন কমিশন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করছি। পাশাপাশি জেলা বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda Municipal Elections 2022: পুরভোটে মালদা জেলার সমস্ত রাজনৈতিক দলগুলির প্রধান কার্যালয়ে ভোট সংক্রান্ত কাজের ভিড়, খোলা হল বিশেষ সেল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement