Accident: নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর পরিণতি দুই বন্ধুর! রাস্তাতেই সব শেষ

Last Updated:

Bangla News: নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি দুই যুবকের। বাইক নিয়ে ফেরার পথে লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পথেই মৃত্যু হল দুই বন্ধুর।

 নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর পরিণতি দুই বন্ধুর!
নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর পরিণতি দুই বন্ধুর!
মালদহঃ নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি দুই যুবককের। বাইক নিয়ে ফেরার পথে লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পথেই মৃত্যু হল দুই বন্ধুর। রবিবার গভীর রাতে পুরাতন মালদহের নারায়নপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় এদিক ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনায় আরও দুই বাইক আরহী জখম রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই বাইক আরহী হল দেব কুমার মণ্ডল(২৩) ও রুপাই গোস্বামী(২৬)। দুজনের বাড়ি ইংরেজবাজার থানার লক্ষীপুর কলোনি এলাকায়। জানা গিয়েছে, এদিন লক্ষীপুর কলনীর ছয় বন্ধু গাজোলে কোন নিমন্ত্রণ বাড়িতে গেছিল। ছয় জন তিনটি বাইক নিয়ে যায়। সেখান থেকে এদিন গভীর রাতে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকটি বেপরোয়া গতিতে ছুটছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আরও একটি বাইক দুর্ঘটনায় পড়ে। অপর বাইকটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়। এদিকে লড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃত বাইক আরহীদের সঙ্গে থাকা বন্ধু বিশাল ঘোষ জানায়, ‘আমরা ছয়জন তিনটি বাইকে ছিলাম। আমরা দুটি বাইক সামনে এগিয়ে এসেছিলাম। ওরা পেছনে ছিল। দেরি দেখে ফোন করি। কিন্তু ফোন ধরছিল না। পরে জানতে পরি দুর্ঘটনার কবলে পড়েছে। আমরা হাসপাতালে ছুটে আসি। আমরা সকলে মিলে গাজোল গিয়েছিল নেমন্তন্ন বাড়ি।’
advertisement
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাকি বন্ধুরা এগিয়ে চলে যাওয়ার পেছনে থাকা মোটর বাইকের দুজন বন্ধু প্রচন্ড গতিতে মোটরবাইক নিয়ে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে লড়ির সঙ্গে ধাক্কা মারে। সেখানেই দুই বন্ধুর মৃত্যু ঘটে। ঘটনাস্থলে মালদহ থানার পুলিশ ছুটে যায়। মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Accident: নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর পরিণতি দুই বন্ধুর! রাস্তাতেই সব শেষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement