বিদ্যাসাগর সেতুর আদলে মাঝেরহাট সেতু, নকশায় অনুমোদন নবান্নের

Last Updated:
#কলকাতা: বিদ্যাসাগর সেতুর আদলে তৈরি হবে মাঝেরহাট সেতু ৷ নতুন সেতু তৈরির নকশায় অনুমোদন দিল নবান্ন ৷ রেল ও রাজ্য সরকার নকশা চূড়ান্ত করবে ৷ চার লেনের সেতু তৈরি হবে ৷ নয়া নকশায় সেতু তৈরিতে বাড়তি ২১ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকার ৷ এমনটাই নবান্ন সূত্রে খবর ৷
১৬০ কোটি ব্যয়ে মাঝেরহাটে তৈরি হতে চলেছে নয়া ব্রিজ ৷ ব্রিজ তৈরির টেন্ডার প্রক্রিয়া শেষ ৷ পঞ্জাবের একটি সংস্থাকে ব্রিজ তৈরির বরাত দিয়েছিল রাজ্য ৷ এবার সেই ব্রিজ তৈরির প্রক্রিয়াই চূড়ান্ত করল রাজ্য সরকার ৷ তবে, তার জন্য অতিরিক্ত ২১ কোটি টাকা খরচ হবে ৷
ব্রিজ তৈরির বরাত পাবে কোন সংস্থা সেই বিষয়ে সরকারের তরফে টেন্ডার ডাকা হয়েছিল। ২৫ অক্টোবর আবেদনকারী সংস্থার মধ্যে থেকে বেছে নেওয়া হয় পাঞ্জাবের একটি কনস্ট্রাকশন কোম্পানিকে।
advertisement
advertisement
গত সেপ্টেম্বর মাসে ঘটে সেই ভয়াবহ ঘটনা ৷ বিকেলের ব্যস্ত সময়ে হঠাৎই বিপর্যয়। চোখের সামনে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ ৷ দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা । যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, অবরুদ্ধ হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। একবালপুর ও বেহালার মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ । চরম সমস্যায় পড়েন বেহালাবাসীরা ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিদ্যাসাগর সেতুর আদলে মাঝেরহাট সেতু, নকশায় অনুমোদন নবান্নের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement