ধোনিই বস, দুবাইতে মাঠে নামার সময় ‘শেখে’-র সম্মান পেলেন মাহি, দেখুন ভিডিও
Last Updated:
মহেন্দ্র সিং ধোনি শুধু নামটাই যথেষ্ট , সেটাই বুঝিয়ে দিল দুবাই
#দুবাই: মহেন্দ্র সিং ধোনি ৷ এই নামের মাহাত্ম্য শুধু ভারতেই জাদু দেখায় তা নয় ৷ সারা পৃথিবীতেই মাহির সমর্থককুল অগণিত ৷ এই সিরিজে সেভাবে ধামাকা দেখায়নি মহেন্দ্র সিং ধোনির ব্যাট ৷
গোল্ডেন ডাক করে হংকংয়ের বিরুদ্ধে যখন আউট হয়েছিলেন তখন খুদে ফ্যানদের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়েছিল ৷ আর নেট দুনিয়া সেই ছবিও ভাইরাল হয়েছিল ৷
কিন্তু তারপরেও মাহি দ্য বস যখনই ব্যাট করতে নেমেছেন তখনই ফ্যানরা দারুণ আশায় বুক বেঁধেছেন ৷ বাংলাদেশের বিরুদ্ধে ধোনিচার নম্বরে ব্যাট করতে নামেন ৷ আর ধোনি যখন নামছিলেন গোটা স্টেডিয়ামে উপস্থিত দর্শক যেন এই সময়টার জন্যেই অপেক্ষা করছিল ৷ বিশাল চিৎকারে ভরে যায় গ্যালারি ৷ এদিন অবশ্য মাহির ব্যাট দর্শকদের নিরাশ করেনি ৷ ৩৩ রান করেন তিনি ৷ ৩৭ বলে ৩৩ এ ছিল ৩ টি চার ৷ খুব একটা ধোনিসুলভ ইনিংস না হলেও খুশি দুবাইয়ের দর্শকরা ৷
advertisement
advertisement
আরও পড়ুন - দেরাদুনে গণধর্ষণের আগে পর্ণ ভিডিও দেখেছিল স্কুল ছাত্ররা! মেডিক্যাল পরীক্ষা জানাল অন্তঃসত্ত্বা নয় ছাত্রী
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে দুবাই ফ্যানদের অভিব্যক্তি দেখলে বুঝতে অসুবিধা হবে খেলাটা ভারতে ভারতে হচ্ছে না সংযুক্ত আরব আমিরশাহিতে বসেছে এশিয়া কাপের আসর ৷
— Gentlemen's Game (@DRVcricket) September 18, 2018
advertisement
This Kid Enthusiasm Made My Day He Was Extremely Disappointed #Dhoni Should Have Scored Some Runs At Least For Him#Ayansanger #Asiacup2018 #IndvsHKG pic.twitter.com/x3f66tiq0R
— மெட்ராஸ்காரன் (@RajeshTwtz) September 18, 2018
Craze Of MSD In Dubai pic.twitter.com/AH033W37P4
— DHONI Trends™ (@TrendsDhoni) September 21, 2018
advertisement
Location :
First Published :
September 22, 2018 8:57 AM IST