Midnapore News: টানা বৃষ্টি ও নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা সবং ব্লক! ভয়াবহ পরিস্থিতি

Last Updated:

Midnapore News: একটানা বৃষ্টির জেরে জলের তলায় সবং ও পিংলা ব্লক, কয়েক হাজার মানুষ গৃহহীন !

বন্যা কবলিত মানুষেরা গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানের খোঁজে
বন্যা কবলিত মানুষেরা গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানের খোঁজে
#পশ্চিম মেদিনীপুর: জেলায় প্রায় পাঁচ লক্ষ মানুষ জলবন্দি। যার মধ্যে দু লক্ষ মানুষ জলবন্দি হয়ে রয়েছেন শুধুমাত্র সবং ব্লকেই(Midnapore News)। পিংলাতেও প্রায় ১ লক্ষাধিক মানুষ জলবন্দি। সবং ও পিংলার মোট ১১ টি জায়গায় বাঁধ ভেঙেছে প্লাবিত হয়েছে কয়েকশো বিঘা চাষজমি।
কেলেঘাই(Midnapore News) নদীতে ছয় জায়গায় কপালেশ্বরী নদীর চারটি জায়গায় এবং চন্ডীয়া নদীর এক জায়গায় বাঁধ ভাঙায় প্লাবিত পিংলা ব্লকের মালিগ্রাম, বাগনাবাড়, জলচক, পশ্চিমচক এই সব এলাকা।অন্যদিকে সবং ব্লকের চাউলকুঁড়ি, দশগ্রাম, সারতা সহ চারটি গ্রামপঞ্চায়েত পুরোপুরি জলের তলায়।
সবংয়ে(Midnapore News) ৩১২ টি গ্রামের প্রায় ৬০ হাজার বাড়িই জলমগ্ন। ১৬ টি খালের মধ্যে প্রলয়ঙ্করী অবস্থা ৭ টি খাল। সরিষা, দেউলি, কনাই, আমড়াখালি, গনপত, দেবী ও কালচিতির।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এর মধ্যে যোগাযোগ কারী সমস্ত বাঁশের সাঁকো ও কাঠের পুল ভেঙে অথবা জলের তোড়ে ভেসে গিয়েছে।
advertisement
advertisement
সবং(Midnapore News) বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন ১৯৮৬ সালের পর এমন বন্যা দেখেননি মানুষ। আড়াই দিনে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে,  যা কুড়ি বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। সমস্ত পানীয় জলের উৎস জলের তলায়।
একাধিক কমিউনিটি কিচেন তৈরি করে বন্যা কবলিত মানুষদের রান্না করা খাবার খাওযানোর ব্যবস্থা করা হয়েছে। ত্রান(Midnapore News) শিবিরে কয়েক হাজার মানুষকে রান্না করা ও শুকনো খাবার, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
জলবন্দি মানুষকে(Midnapore News) খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১ লক্ষ জলের পাউচ চেয়ে পাঠানো হয়েছে জেলা প্রাশাসনের কাছে। এছাডাও আমনধান, মাদুর কাঠি, সবজি ক্ষেত সমস্ত কিছু জলের তলায়।গবাদি পশুদের জন্য খাদ্যাভাব দেখা দিয়েছে। আগের থেকে পরিস্থিতি কিছুটা হলেও ভালো হয়েছে। তবে মাটির বাড়ীর সম্পুর্ন ও আংশিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তৈরীর কাজ চলছে।
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/Local News/
Midnapore News: টানা বৃষ্টি ও নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা সবং ব্লক! ভয়াবহ পরিস্থিতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement