অধিনায়িকা জুন! মেদিনীপুরের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতে BJP আউট, TMC ইন ! জারি বিজ্ঞপ্তি

Last Updated:

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই বিজেপি সদস্যদের ভাঙিয়ে আনার কাজ সম্পন্ন হয়ে গেছে। তবে, উপর মহলের সবুজ সঙ্কেত না মেলায় আটকে ছিল অনাস্থা জারি বা বোর্ড গঠন।

#পশ্চিম মেদিনীপুর: অধিনায়িকা জুন! মেদিনীপুর সদরের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি 'আউট', তৃণমূল 'ইন'; পরের 'খেলা' চাঁদড়া-তে। বিধায়িকাই এখন অধিনায়িকা। তাঁর সবুজ সঙ্কেত মিলতেই বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের (পঞ্চায়েত সমিতির) ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত-টি বিজেপি'র হাত থেকে ছিনিয়ে নেওয়ার কাজ আগেই সম্পন্ন হয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিক ভাবে অনাস্থা প্রক্রিয়া এবং নতুন বোর্ড গঠন। যা আগামী ১০ ই অগাস্ট করা হবে বলে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন সদর ব্লকের বিডিও। উল্লেখ্য যে, মেদিনীপুর সদর ব্লকের (পঞ্চায়েত সমিতির) যে ৪ টি গ্রাম পঞ্চায়েত মেদিনীপুর বিধানসভার অন্তর্গত, সেগুলি হল- ধেড়ুয়া, চাঁদড়া, মনিদহ ও কঙ্কাবতী। বাকিগুলি খড়্গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত। মেদিনীপুর বিধানসভার অন্তর্গত ৪ টি গ্রাম পঞ্চায়েতের মনিদহ ও কঙ্কাবতী প্রথম থেকেই তৃণমূলের দখলে ছিল, তবে ধেড়ুয়া ও চাঁদড়া ছিল বিজেপির দখলে। সেই দুটি-ও এবার শাসকদল নিজেদের দখলে নিতে চলেছে। এর মধ্যে, ধেড়ুয়া'র নোটিশ জারি করা হয়ে গেছে। প্রধান, উপ প্রধানদের মনোনীত করার প্রক্রিয়া-ও চলছে দলীয়ভাবে। আর, এই পুরো প্রক্রিয়া'তে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই বিজেপি সদস্যদের ভাঙিয়ে আনার কাজ সম্পন্ন হয়ে গেছে। তবে, উপর মহলের সবুজ সঙ্কেত না মেলায় আটকে ছিল অনাস্থা জারি বা বোর্ড গঠন। আর, সেই কারণেই আটকে আছে উন্নয়নের কাজ-ও। বর্ষার মধ্যে ধেড়ুয়া ও চাঁদড়া'র রাস্তাঘাট থেকে শুরু করে নদী বাঁধের সংস্কার সমস্ত কাজই থমকে আছে। ক্ষুব্ধ এলাকাবাসী থেকে শাসকদলের নীচু চলার কর্মীরা। তবে, স্থানীয় নেতৃত্ব উপলব্ধি করছিলেন, তাঁরা শহর কেন্দ্রিক এই সদর ব্লকের চিরাচরিত "লবি রাজনীতির" শিকার হচ্ছেন! শেষমেশ, নবনির্বাচিত বিধায়ককের কোর্টেই বল দেওয়া হল। উপর মহল থেকে আগেই অক্সিজেন পেয়ে গিয়েছিলেন বিধায়ক জুন মালিয়া। তাই, এই চারটি গ্রাম পঞ্চায়েত (মেদিনীপুর বিধানসভার মধ্যে থাকা) এর জন্য নতুন করে ব্লক সাংগঠনিক সভাপতি নির্বাচিত করা হয় জুন ঘনিষ্ঠ গৌতম দত্তকে। বাকি অঞ্চলগুলির জন্য ব্লক সভাপতি থাকছেন যথারীতি দীনেন (খড়্গপুর গ্রামীণের বিধায়ক) ঘনিষ্ঠ মুকুল সামন্ত। মূলত, শাসকদলের নতুন নীতি অনুযায়ী, বিধানসভা কেন্দ্রিক ব্লক সাংগঠন তৈরি করে, সেই এলাকার বিধায়কদের হাতেই এলাকার রাশ (বা, নিয়ন্ত্রণ) তুলে দিতে চেয়েছেন রাজ্য নেতৃত্ব। সেই সূত্র ধরেই, নিজের বিধানসভা এলাকায় পঞ্চায়েতের জট কাটাতে তৎপর হয়েছেন বিধায়িকা জুন মালিয়া।
advertisement
ধেড়ুয়া ১ নম্বর ও চাঁদড়া ২ নম্বর অঞ্চল থেকে 'শক্তিশালী' ও 'বিজয়ী' বিজেপি'কে সম্পূর্ণভাবে মাঠের বাইরে করে দিয়ে, এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দিতে উদ্যোগী হয়েছেন জুন। তাঁর সবুজ সঙ্কেত পাওয়ার পরই, আগামী ১০ ই আগস্ট বেলা ১২ টা'য় ধেড়ুয়া পঞ্চায়েত বোর্ড গঠনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন বিডিও। শাসকদল সূত্রে জানা গেছে, ধেড়ুয়ার প্রধান নির্বাচিত হতে চলেছেন কুকুরমুড়ি পঞ্চায়েত থেকে নির্বাচিত সম্বারী কিস্কু। ধেড়ুয়া'র পঞ্চায়েত সদস্য তাপস বেরা বলেন, বিজেপির প্রধান পূর্ণিমা সিং আগেই ইস্তফা দিয়েছেন, আর এস. টি সংরক্ষিত এই প্রধান পদে আমলা সাম্বারী কিস্কু-কেই মনোনীত করতে চলেছি। তাঁর আশ্বাস, ১০ ই আগস্টের পর থেকে এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। এছাড়াও, বিধায়িকা জুন মালিয়া'র উদ্যোগে, খুব শীঘ্রই দু'নম্বর চাঁদড়া পঞ্চায়েতেও অনাস্থা প্রস্তাবের নির্দেশিকা জারি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে কর্মীদের আশা। চাঁদড়া দু'নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে বলেন, "১৪টি পঞ্চায়েতের মধ্যে সর্বমোট ১০ টি পঞ্চায়েত আমাদের তথা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। নির্দেশ এলেই আমাদের বোর্ড গঠন করা হবে।" বিধায়িকা জুন মালিয়ার অন্যতম কান্ডারী তথা সাংগঠনিক ব্লক সভাপতি গৌতম দত্ত বললেন, "সকলকে নিয়ে এবার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। আমাদের বিধায়ক সেটাই বারবার বলতে চাইছেন।"
advertisement
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/Local News/
অধিনায়িকা জুন! মেদিনীপুরের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতে BJP আউট, TMC ইন ! জারি বিজ্ঞপ্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement