পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে একাধিক রদবদল!
- Published by:Piya Banerjee
Last Updated:
ফের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে একাধিক রদবদল করা হল!
পশ্চিম মেদিনীপুর: ফের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে একাধিক রদবদল করা হলো! মোট সাত জন ওসি (ভারপ্রাপ্ত আধিকারিক), এস আই এবং এ এস আই\'কে বদলি করা হচ্ছে বৃহস্পতিবার (১ জুলাই) জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী। এর আগে গত ১৮ জুন জেলা পুলিশের মোট ৩০ জন এস আই, এ এস আই এবং কনস্টেবল\'কে বদলি করা হয়েছে। অপরদিকে, গত ২৫ জুন একেবারে রাজ্য স্তর থেকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ সারা রাজ্যের ১১০ জন পুলিশকর্মীকে বদলি করা হয়েছিল।
এদিকে, বৃহস্পতিবারের (১ জুলাই) বদলির নির্দেশিকা অনুযায়ী, গুড়গুড়িপাল থানার ওসি মহম্মদ আসিফ সানি\'কে পুনরায় খড়্গপুর গ্রামীণের দায়িত্বে আনা হচ্ছে। তিনি এর আগেও খড়্গপুর গ্রামীণের ওসি\'র দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, গুড়গুড়িপালের দায়িত্বে আসছেন প্রণব কুমার সেনাপতি। তিনি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ডি আই বি\'তে ছিলেন। অন্যদিকে, খড়্গপুর গ্রামীণের ওসি সুবীর মাঝি\'কে আনন্দপুর থানার ওসি করা হচ্ছে। অপরদিকে, পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ এস আই মানসজ্যোতি দে\'কে বদলি করে কোতওয়ালী থানায় পাঠানো হচ্ছে। তাঁর জায়গায় কোতওয়ালী থানা থেকে পিড়াকাটা পুলিশ পোস্টের আইসি হয়ে আসছেন আনন্দ মণ্ডল। এছাড়াও, দু জন এস আই যথাক্রমে মৃণাল কান্তি ব্যানার্জি ও বাদল চন্দ্র ঘোষ এর মধ্যে রদবদল করা হয়েছে। ডেবরা থেকে খড়্গপুর টাউনে মৃণাল বাবু এবং তাঁর জায়গায় ডেবরা\'তে যাচ্ছেন বাদল বাবু।
advertisement
Partha Mukherjee
advertisement
Location :
First Published :
July 02, 2021 9:16 PM IST