West Bardhaman News- বর্ষশেষের মুহূর্তে মানুষের ভিড়ে জমজমাট জেলার ছোট-বড় সব পিকনিক স্পট।
Last Updated:
পর্যটনের এই মরশুমে পশ্চিম বর্ধমান জেলার পিকনিক স্পটগুলিতে ভিড় বাড়ছে মানুষের। ভয় দূরে সরিয়ে যথাসম্ভব সাবধানতার সঙ্গে উৎসবে মেতে উঠেছেন মানুষজনও। পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড় বাড়ছে।
#পশ্চিম বর্ধমান- করোনা আতঙ্ক দূরে সরিয়ে, বছর শেষের মুহূর্তে উৎসবের মেজাজে মানুষ। রাত পোহালেই বড়দিন। সপ্তাহান্তে নতুন বছর। জাঁকিয়ে পড়েছে শীত। সব মিলিয়ে মানুষ বেরিয়ে পড়েছেন ঘুরতে। পর্যটনের এই মরশুমে পশ্চিম বর্ধমান জেলার পিকনিক স্পটগুলিতে ভিড় বাড়ছে মানুষের (West Bardhaman News)। পর্যটকদের আগমনে, করোনা আতঙ্কের মধ্যেও, কিছুটা আশার আলো দেখছেন এই সমস্ত এলাকায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। ভয় দূরে সরিয়ে যথাসম্ভব সাবধানতার সঙ্গে উৎসবে মেতে উঠেছেন মানুষজনও। উৎসবের এই দিনগুলিতে কোনওরকম অপ্রীতিকর ঘটনার যাতে সৃষ্টি না হয়, তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকেও।
পশ্চিম বর্ধমান জেলার জনপ্রিয় পিকনিক স্পটগুলির মধ্যে অন্যতম মাইথন। বাংলা-ঝাড়খন্ড সীমান্তে সবুজ পাহাড়ে ঘেরা, দামোদর নদীর ওপর তৈরি এই জলাধারকে কেন্দ্র করে মাইথন। ভ্রমণপ্রিয় মানুষের কাছে মাইথন বেশ জনপ্রিয়। বছর শেষে মাইথনে মানুষের ভিড় থিকথিক করে (West Bardhaman News)। যদিও গত বছর করোনা ভাইরাসের দাপটে কিছুটা ধাক্কা খেয়েছিল মাইথনের পর্যটনশিল্প। তবে চলতি বছরে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে মাইথন। সেজে উঠেছে নবরূপে। ইতিমধ্যেই মানুষের ভিড় বাড়তে শুরু করেছে সেখানে। মাইথনে পিকনিক করতে আসা বা ঘুরতে আসা মানুষজনকে চমক দিতে নৌকা বিহারের ক্ষেত্রেও এসেছে বদল। ছোট ছোট নৌকার পাশাপাশি, এই বছর মাইথন জলাধার পরিদর্শনের জন্য রয়েছে স্পিডবোট এবং জেনারেটর চালিত নৌকা। পর্যটকদের স্বাগত জানাতে তৈরি হয়েছে প্রবেশদ্বার। ঘুরতে আসা মানুষের গাড়ি পার্কিং করতে যাতে অসুবিধা না হয়, তার জন্য নির্দিষ্ট বেশ কয়েকটি জায়গা বেছে নেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে রয়েছে কড়া পুলিশি নজরদারি। সীমান্তবর্তী এলাকায় চলছে নাকা চেকিং। মানুষ যাতে সুষ্ঠুভাবে এখানে আনন্দ করতে পারেন, তার জন্য প্রশাসনও তৎপর রয়েছে। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement
অন্যদিকে, দামোদর নদীর ওপর তৈরি দুর্গাপুর ব্যারেজও জনপ্রিয় একটি পিকনিক স্পট। তবে সেচ দফতরের উদ্যোগে, দুর্গাপুর ব্যারেজ নবরূপে সাজানোর কাজ চলছে। যদিও তার মধ্যেই স্থানীয় বেশ কিছু লোকজন দুর্গাপুর ব্যারেজকে বেছে নিচ্ছেন পিকনিকের জন্য (West Bardhaman News)। বাইরে থেকেও বেশ কিছু লোকজন আসছেন পিকনিক করতে। বড়দিন এবং নতুন বছরের প্রথম দিনে ব্যারেজে পিকনিক করতে আসা মানুষের ভিড় অনেকটাই বেশি হবে বলে আশা করা হচ্ছে। সেইভাবে প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন এবং ব্যারেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ব্যারেজে পিকনিক করতে আসা মানুষের ভিড় বাড়ছে। তাতে কিছুটা আশার আলো দেখছেন দুর্গাপুর ব্যারেজকে কেন্দ্র করে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন।
advertisement
advertisement
তাছাড়াও, জেলার অন্যান্য ছোট ছোট পিকনিক স্পটগুলিতেও হাজির হতে শুরু করেছেন মানুষজন। দুর্গাপুরের হুচুকডাঙ্গা, পাণ্ডবেশ্বরের সরপি গ্রামে নবনির্মিত ইকোপার্ক, দুর্গাপুরের কুমার্মঙ্গলাম পার্ক সহ বিভিন্ন জায়গায় মানুষের ভিড় বাড়ছে। তাছাড়াও কাঁকসার গড় জঙ্গলের মাঝে অবস্থিত দেউল পার্কেও পিকনিকের জন্য জমা হচ্ছেন মানুষজন। সব মিলিয়ে বড়দিনের আগে থেকেই পিকনিকের মেজাজে জমজমাট জেলার পিকনিক স্পটগুলি।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
December 24, 2021 8:35 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
West Bardhaman News- বর্ষশেষের মুহূর্তে মানুষের ভিড়ে জমজমাট জেলার ছোট-বড় সব পিকনিক স্পট।