West Bardhaman News- সিএমএইচ দফতর থেকে RTPCR ল্যাবের কর্মী, আক্রান্ত অনেকে। বাড়ছে উদ্বেগ।

Last Updated:

আরটি পিসিআর ল্যাবের কর্মী এবং জেলা হাসপাতালের চিকিৎসক মিলিয়ে প্রায় ১০ জন সংক্রমণের শিকার হয়েছেন। তাছাড়াও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরের বেশ কয়েকজন সংক্রমণের শিকার হয়েছেন।

পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ মহম্মদ ইউনুস।
পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ মহম্মদ ইউনুস।
#পশ্চিম বর্ধমান- ঊর্ধ্বমুখী সংক্রমনের থাবা বসেছে পশ্চিম বর্ধমান জেলাতেও। বাড়ছে আক্রান্তের সংখ্যা (West Bardhaman News)। শুধুমাত্র সাধারণ মানুষ নন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত অনেকেই আক্রান্ত হয়েছেন কোভিডের এই তৃতীয় ধাক্কায়। বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মী ভাইরাসের কবলে পড়লে, জেলার স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বেড়ে চলেছে সংক্রমণ। সরকারি, বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্তরা। তবে আশার বাণী এটুকুই, যে হারে সংক্রমণ বাড়ছে, তার তুলনায় হাসপাতালে ভর্তি হতে হচ্ছে অনেক কম মানুষকে।
নতুন করে যখন কোভিডের সংক্রমণ বাড়ছে, তখন জেলার পরিস্থিতি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ মহম্মদ ইউনুস (West Bardhaman News)। তিনি জানিয়েছেন, করোনা সংক্রমনের শিকার হয়েছেন জেলা হাসপাতালের বেশ কিছু স্বাস্থ্য কর্মী। আরটিপিসিআর ল্যাবের কর্মী এবং জেলা হাসপাতালের চিকিৎসক মিলিয়ে প্রায় ১০ জন সংক্রমণের শিকার হয়েছেন। তাছাড়াও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক-এর দফতরের বেশ কয়েকজন সংক্রমণের শিকার হয়েছেন। সিএমওএইচ অফিসের তিন জন কর্মী সংক্রমিত হয়েছেন এই মুহূর্তে। পাশাপাশি জেলা হাসপাতালে বেশ কিছু স্বাস্থ্য কর্মী সংক্রমিত হয়েছেন বলে সূত্রের খবর।
advertisement
অনেক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার ফলে উদ্বেগ বাড়ছে জেলায় (West Bardhaman News)। আশঙ্কা করা হচ্ছে জেলার স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার। এই বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস জানিয়েছেন, এই ভাবে যদি স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হন, তাহলে পরিষেবা দেওয়া সংকটজনক হয়ে উঠবে। এক্ষেত্রে তিনি বলেছেন, স্বাস্থ্যকর্মীরা বেশি সংখ্যক আক্রান্ত হলে, তিনি স্বাস্থ্য ভবনকে জানাবেন। সেখান থেকে স্বাস্থ্যকর্মী চেয়ে আবেদন করবেন। তবে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বাড়ছে।
advertisement
advertisement
সূত্রের খবর, জেলায় গত ২৯ ডিসেম্বর থেকে সংক্রমনের সংখ্যা বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ থেকে ১৬ জন। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতে সাত থেকে আটজন চিকিৎসাধীন রয়েছেন (West Bardhaman News)। বিভিন্ন বেড প্রস্তুত করে রাখা হচ্ছে। রাখা হচ্ছে চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি। তাছাড়াও সেফহোমগুলিকে প্রয়োজনে ফের কাজে লাগানোর জন্য প্রস্তুত রাখার কাজ শুরু হয়েছে।
advertisement
তবে কিছুটা আশার বাণী শুনিয়ে সিএমওএইচ জানিয়েছেন, যে পরিমাণ আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে, সে তুলনায় অনেক কম মানুষকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে (West Bardhaman News)। অল্প উপসর্গ থাকায়, অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি সংক্রমণ থেকে বাঁচার জন্য মানুষকে সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে বলছেন। পাশাপাশি বাজারগুলিতে সংক্রমনের আশঙ্কা অনেক বাড়ছে। তাই সাধারণ মানুষকে এই মুহূর্তে ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/Local News/
West Bardhaman News- সিএমএইচ দফতর থেকে RTPCR ল্যাবের কর্মী, আক্রান্ত অনেকে। বাড়ছে উদ্বেগ।
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement