Durga Puja Travel: পুজোয় ঘুরে আসুন মাইথন !পাহাড়-জঙ্গল-দামোদর মুগ্ধ করবে আপনাকে

Last Updated:

Durga Puja Travel: পুজোতে হাওয়া বদল করতে খুঁজছেন ঘণ্টাখানেকের দূরত্বে কোনও ভ্রমণস্থান। সেদিক থেকে আদর্শ জায়গা হতে পারে মাইথন।

photo source local 18
photo source local 18
#পশ্চিম বর্ধমান:  হাতে গোনা আর কয়েকটা দিন। কাশফুলের বাড়বাড়ন্ত বলে দিচ্ছে শিবজায়ার বাপের বাড়িতে আগমন, সময়ের অপেক্ষা মাত্র। পুজোর শপিং, প্ল্যানিং, ঠাকুর দেখতে যাওয়ার তালিকা তৈরি - সবই প্রায় শেষের দিকে। তবে এখনও অনেকেই পুজোতে কোথায় ঘুরতে (Durga Puja Travel) যাবেন, তা মনস্থির করতে পারেন নি। নেপথ্যে অবশ্যই অনুজীব করোনা।
বিগত প্রায় দু'বছরে মানুষের জীবনযাত্রার পাশাপাশি পুজোর পরিকল্পনাতেও অনেক পরিবর্তন এনে দিয়েছে করোনা ভাইরাস। পুজোর ঘুরতে (Durga Puja Travel)যাওয়ার পরিকল্পনাওতেও বাধ সেধেঁছে করোনা। তাই হাতের কাছে ভ্রমণস্থান হিসেবে বেছে নিতে পারেন মাইথন। পাহাড়, জঙ্গল আর দামোদরের এই মিলনস্থলে নিড়িবিলিতে কাটিয়ে আসতে পারেন দু’দিন।
পুজোর সময় করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের ‘চার নম্বর তুতো ভাই’ ডেল্টা প্লাসের আশঙ্কায় সাবধান প্রশাসন। চলছে না সব ট্রেন(Durga Puja Travel)। তাছাড়াও করোনাকালে রাজ্যের বাইরে গেলে অনেক ক্ষেত্রেই পোহাতে হচ্ছে ঝক্কি।
advertisement
advertisement
তাই বেশিরভাগ মানুষ এবারের পুজোতে হাওয়া বদল করতে খুঁজছেন ঘণ্টাখানেকের দূরত্বে কোনও ভ্রমণস্থান। সেদিক থেকে আদর্শ জায়গা হতে পারে মাইথন(Durga Puja Travel)। দামোদর নদের ওপর তৈরি জলাধার, আশপাশের সৌন্দর্য্য মন ভরিয়ে দেবে আপনার।
সবুজ পাহাড় দু'চোখে এনে দেবে শান্তি। পশ্চিম বর্ধমানের অন্যতম দুই শহর আসানসোল ও দুর্গাপুর থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এখানে। কলকাতা থেকেও ঘণ্টাখানেকের দূরত্বে পৌঁছে যাওয়া যায় মাইথন।
advertisement
পশ্চিম বর্ধমানের সদর শহর আসানসোল থেকে ২৮ কিলোমিটারের মধ্যে অবস্থান মাইথন ড্যামের(Durga Puja Travel)। দুর্গাপুর থেকে ৬৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেই আপনি মাইথনে পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও কলকাতা থেকে মাইথনের দূরত্ব ২৩৬ কিলোমিটার। আসানসোল থেকে মাইথন যাওয়ার জন্য খুব সহজেই বাস পাওয়া যায়। তাছাড়াও খুব কম খরচে গাড়ি ভাড়া করে মাইথন ঘুরে আসতে পারেন।
advertisement
দুর্গাপুর থেকেও মাইথন যাওয়ার জন্য আপনি ট্রেন এবং বাস পেয়ে যাবেন। ট্রেনে গেলে আসানসোল বা বরাকর স্টেশনে নেমে বাস অথবা গাড়ি নিয়ে চলে পারেন মাইথন জলাধার ও তার আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য্য উগভোগ করতে। কলকাতা থেকে মাইথন যেতে হলে, সকাল সকাল হাওড়া স্টেশন থেকে উঠে পড়ুন ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে। আসানসোলে নেমে একইভাবে পৌঁছে যাবেন মাইথন।
advertisement
মাইথনে (Durga Puja Travel)থাকার জন্য একাধিক বেসরকারি হোটেল রয়েছে। আপনার মনপসন্দ বাজেটের হোটেল এখানে পেয়ে যাবেন। তাছাড়াও রয়েছে রাজ্য সরকারের যুব আবাস। তবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেকেই মাইথনে মজুমদার নিবাস বেছে নেন।
তবে সবগুলি হোটেলই আগে থেকে বুক করে রাখলে নিশ্চিন্ত থাকতে পারবেন। আর ইউথ হোস্টেলে থাকতে চাইলে, যুব আবাসের ওয়েবসাইটে গিয়ে আপনাকে অগ্রিম বুকিং করতে হবে। এখানে এসি ডবলবেড, নন এসি ডবল বেড, ডরমেটরি সহ নানা রকমের রুম পেয়ে যাবেন।
advertisement
সব হোটেলেই খাবারের ব্যবস্থা আছে। আপনার পছন্দ মতো খাবার সার্ভ করা হবে আপনার টেবিলে। তবে বাইরে খাওয়ার হোটেলের সংখ্যা যথেষ্ট কম।
তাই পায়ের তলায় সর্ষে (Durga Puja Travel) যদি আর আপনাকে বাড়িতে থাকতে না দিচ্ছে, তাহলে পুজোয় নিশ্চিন্তে ঘুরে আসুন মাইথন থেকে। উপভোগ করে আসুন সবুজ পাহাড়, জঙ্গল, জলাধারের পাশে মনোরম পার্ক এবং শান্ত দামোদরকে। চাইলে নিশ্চিন্তে দামোদরের বুকে নৌকাবিহারও করতে পারেন। গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ভ্যাকসিনের সার্টিফিকেট পকেটে নিতে ভুলবেন না যেন।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/Local News/
Durga Puja Travel: পুজোয় ঘুরে আসুন মাইথন !পাহাড়-জঙ্গল-দামোদর মুগ্ধ করবে আপনাকে
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement