Jhargram Tusker : হাতি দেখতে গভীর জঙ্গলে, দলমার দাঁতালের আক্রমণে নিহত কলকাতার পর্যটক

Last Updated:

হাতির হামলায় মৃত্যু হল কলকাতা থেকে ঘুরতে যাওয়া এক পর্যটকের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের (Jhargram) লোধাশুলির কেঁউদিশোলের জঙ্গলে।

ঝাড়গ্রাম : হাতির হামলায় মৃত্যু হল কলকাতা থেকে ঘুরতে যাওয়া এক পর্যটকের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের (Jhargram) লোধাশুলির কেঁউদিশোলের জঙ্গলে। নিহতের নাম দানিশ আগরওয়াল৷ বয়স ৪০ বছর ৷ তিনি কলকাতার  রিপন স্ট্রিটের বাসিন্দা । দুই বন্ধুর সঙ্গে ঝাড়গ্রামে বেড়াতে গিয়েছিলেন।
জানা গিয়েছে, দানিশ-সহ কলকাতার তিন পর্যটক সোমবার হাতি দেখার জন্য গভীর জঙ্গলে ঢুকে পড়েন। সেখানে দলমার দাঁতালের মুখে পড়ে যান তাঁরা । দু’জন পালাতে সক্ষম হলেও দানিশ হাতির একদম সামনে পড়ে যান। তিনি আর পালাতে পারেননি ৷ ঘটনাস্থলেই হাতি থেঁতলে দেয় তাঁকে। কেঁউদিশোলের জঙ্গলে এখন ১০ টি দাঁতাল হাতি রয়েছে।
advertisement
পর্যটকের মৃত্যুর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ ঘিরে রেখে বিক্ষোভ দেখান । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী । তবে  গ্রামবাসীদের বাধায় পুলিশ দীর্ঘক্ষণ মৃতদেহটি উদ্ধার করতে পারেনি।
advertisement
হাতির হামলা ঝাড়গ্রামে নতুন ঘটনা নয় ৷ এই সমস্যার প্রতি বনদপ্তর সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Jhargram Tusker : হাতি দেখতে গভীর জঙ্গলে, দলমার দাঁতালের আক্রমণে নিহত কলকাতার পর্যটক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement