West Bardhaman News- শিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ের আয়োজন পানাগড়ে

Last Updated:

বহু প্রাচীন ঐতিহ্য মেনে শিব পার্বতীর বিয়ের আয়োজন করা হয়েছে এখানে

+
বর

বর সেজে বিয়ে করতে যাচ্ছেন দেবাদিদেব।

#পশ্চিম বর্ধমান- শিব ঠাকুরের বিয়ে, টোপর মাথায় দিয়ে। সেজেগুজে টোপর মাথায় দিয়ে বিবাহ অভিযানে চলছেন দেবাদিদেব। শিবরাত্রি উপলক্ষে এমন বৈচিত্র্যময় ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে। বহু প্রাচীন ঐতিহ্য মেনে শিব পার্বতীর বিয়ের আয়োজন করা হয়েছে। শুধু শিব পার্বতীর বিয়ে নয়। আছেন বরযাত্রীরাও। এই বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছে মহাভোজ এর। ভক্তরা বরযাত্রী রূপে হাজির হয়েছে শিব পার্বতীর বিয়ে দেখতে। মহা শিবরাত্রির পূর্ণ তিথিতে এই বিয়ের আয়োজন করা হয়েছে পানাগর এর উড়িয়া বাবার মন্দিরে। বহু প্রাচীন এবং দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে। স্থানীয় একটি বিশ্বকর্মা মন্দির থেকে বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন শিব। একেবারে বর সেজে টোপর মাথায় দিয়ে বরযাত্রীদের সঙ্গে নিয়ে বিয়ে করতে আসেন কৈলাস পতি দেবাদিদেব। রঙিন লাইট, নানান ফুলের সাজ সজ্জা এবং শোভাযাত্রা নিয়ে দেবাদিদেব বিশ্বকর্মা মন্দির থেকে বেরিয়ে পড়েছেন বিয়ে করতে। তিন কিলোমিটার দূরে উড়িয়া বাবার মন্দিরে পৌঁছাবেন শোভাযাত্রা করে। যদিও মধ্যরাতে শিব পার্বতীর বিয়ে সম্পন্ন হবে। কিন্তু সন্ধ্যে থেকেই এই বিয়ে উপলক্ষে স্থানীয়দের মধ্যে উদ্দীপনা। সকলে শিবরাত্রিতে পুজোর থেকেও বেশি মেতে উঠেছেন এই বিয়ের সাক্ষী হতে। বরযাত্রীরা ইতিমধ্যে শোভাযাত্রা করে উড়িয়া বাবার মন্দিরের পথে এগিয়ে চলেছেন।যেখানে পার্বতী অপেক্ষা করেও শিবের জন্য। সেখানে আয়োজন করা হয়েছে বিয়ের। আয়োজন করা হয়েছে মহাভোজ এর। বিয়ে সম্পন্ন হলে বর যাত্রী অর্থাৎ ভক্তদের খাওয়ানো হবে প্রসাদ। তারপরে সম্পন্ন হবে শিবরাত্রির পুজো। পুজো, জল ঢালার পাশাপাশি এই বিয়ে একটি অবিচ্ছেদ্য অঙ্গ উড়িয়া বাবার মন্দিরে। আপাতত বিশ্বকর্মা মন্দির থেকে পার্বতীকে বিয়ে করতে এগিয়ে যাচ্ছেন দেবাদিদেব। বিয়ে সম্পন্ন হয় মধ্যরাতে। তারপরে খাওয়ানো হবে বরযাত্রীদের প্রসাদ।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
West Bardhaman News- শিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ের আয়োজন পানাগড়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement