হোম /খবর /পশ্চিম বর্ধমান /
ভয়াবহ তালিবানি অত্যাচার ! বাবা-মা আটকে আফগানিস্তানে! দেশে ফিরতে চান না হাকিব খান

Taliban| Afghanistan| ভয়াবহ তালিবানি অত্যাচার ! বাবা-মা আটকে আফগানিস্তানে! দেশে ফিরতে চান না হাকিব খান

photo source local 18

photo source local 18

কাবুলে থাকা বাবা মায়ের কাছে তার অনুরোধ, তারা যেন নিজেদের ঘরবন্দি করে রাখেন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পশ্চিম বর্ধমান:  চোখের সামনে দেখেছেন তালিবানি রাজত্ব। দেখেছেন তাদের নৃশংসতা, অত্যাচার। বর্তমানে তিনি ভারতের বাসিন্দা। থাকেন পানাগড়ের পাঠানপাড়ায়। ছোটখাটো ব্যবসা রয়েছে নিজের। সংসার পেতেছেন এই দেশেই। তবে জন্মভূমি আফগানিস্তানে আর ফিরতে চান না হাকিব খান। তালিবানদের অত্যাচার আর প্রত্যক্ষ করতে চাননা তিনি। কাবুলে থাকা বাবা মায়ের কাছে তাঁর অনুরোধ, তারা যেন নিজেদের ঘরবন্দি করে রাখেন। যদি খেতে নাও পান, তবুও যেন কয়েকদিন বাড়ি থেকে না বের হন তাঁরা।

বিগত বছর দশেক ধরে পানাগড়ের পাঠানপাড়া রয়েছেন হাকিব খান। একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। আফগানিস্তানে বিয়ে হওয়ার পরই, তিনি চলে আসেন ভারতে। পানাগড়ে তার নিজের ছোটখাটো একটি ব্যবসা রয়েছে। তা দিয়ে সংসার চালান তিনি। হাকিব খানের এক ছেলে, এক মেয়েকে নিয়ে সুখের সংসার। ছেলেমেয়েরা পড়ে এখানকার স্কুলেই। দিন বেশ ভালই কাটছিল। তবে নতুন করে, দেশ তালিবানের দখলে চলে যাওয়ায়, গভীর দুশ্চিন্তা গ্রাস করেছে পরিবারটিকে। হাকিব খানের পরিবার ভারতে থাকলেও, তার বৃদ্ধ বাবা-মা এবং অন্যান্য পরিজনেরা রয়েছেন কাবুলে। স্বাভাবিকভাবেই তাদের চিন্তায় ঘুম উড়েছে তাঁর।

আফগানিস্তান সম্পর্কে বলতে গিয়ে হাকিব খান বলেছেন, দেশ আগেই ভালো ছিল। কোনও অশান্তি, সন্ত্রাস ছিল না। কিন্তু দেশ নতুন করে তালিবানদের দখলে চলে যাওয়ায়, প্রতিটা মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। দেশের সব মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। কারণ সেখানে সব নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়েছে। কারণ মোবাইল টাওয়ারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পরিজনদের খোঁজখবর পাচ্ছেন না তিনি। হাকিব খান চান, দেশ আবার আগের অবস্থায় ফিরে যাক। তাহলে দেশের মানুষ সুরক্ষিত এবং ভালো থাকবে।

তবে আফগানিস্তানে আর ফিরতে চান না হাকিব খান। ছোটবেলায় তিনি তালিবানি রাজত্ব দেখেছেন চোখের সামনে। তালিবানিদের অত্যাচারে অতিষ্ঠ হতে হয়েছে তাদের। প্রাণ হাতে নিয়ে বাঁচতে হয়েছে। নৃশংস অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। দুই দশক পরে আবার সেই প্রতিচ্ছবির মুখোমুখি হতে হয়েছে দেশবাসীকে। তাই আর দেশে ফিরতে চান না হাকিব খান। দেশের পরিস্থিতি যদি বদল হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে, তবুও তিনি ভারত ত্যাগ করে কাবুলে আর ফিরতে চান না।

বর্তমান আফগানিস্তানের পরিস্থিতি বোঝাতে গিয়ে তিনি বলেছেন, সংবাদ মাধ্যমে যে ছবি তিনি দেখতে পাচ্ছেন, তা ভীষণ ভয়ঙ্কর। এয়ারপোর্টের ছবি দেখে তিনি আতঁকে উঠছেন বারবার। দেশের মানুষের চিন্তায়, আত্মীয়- পরিজনদের চিন্তায় তার ঘুম উড়েছে। তালিবানি সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে পড়েছেন আফগানিস্তানের মানুষ। তাই সর্বক্ষণ সংবাদমাধ্যমে নজর রেখে চলেছেন এই ব্যক্তি। আর লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বৃদ্ধ বাবা-মায়ের খোঁজ নেওয়ার, আত্মীয়-পরিজনদের খোঁজ নেওয়ার।

কাবুলে থাকা বৃদ্ধ বাবা-মা, ও আত্মীয়দের কাছে হাকিব খানের অনুরোধ, তারা যেন ঘর থেকে না বের হন। যদি খেতে নাও পান, তাও যেন নিজেদের ঘরবন্দি করে রাখেন। যতদিন পর্যন্ত না পরিস্থিতি কিছুটা শান্ত হচ্ছে, ততদিন বৃদ্ধ বাবা-মা এবং পরিজনদের এই ভাবে জীবন যাপন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Nayan Ghosh

Published by:Piya Banerjee
First published:

Tags: Afghanistan, Durgapur, Kabul, Taliban