Durga puja 2021| পিতৃপক্ষেই আবাহন দেবী উমার ! সারা বছর মন্দিরেই থাকে মায়ের মূর্তি
- Published by:Piya Banerjee
Last Updated:
Durga puja 2021: ২১ দিন ধরে জ্বলতে থাকে ঘৃত প্রদীপ। ২১ দিন ধরে চলে পুজো।
#দুর্গাপুর: দুর্গাপুজো (Durga puja 2021) নিয়ে নানান রীতি প্রচলিত রয়েছে গোটা বাংলা জুড়ে। তবে দুর্গাপুরে ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠে যে ভাবে পুজো হয়, সেই পুজোর দেখা খুব কমই পাওয়া যায়। এখানে উমার বোধন হয় পিতৃপক্ষে। টানা ২১ দিন ধরে জ্বলতে থাকে ঘৃত প্রদীপ। ২১ দিন ধরে চলে পুজো।
আদ্যাশক্তি মহামায়া মন্দিরের দেবী কৈলাসে পাড়ি দেন না। সারা বছর মন্দিরে(Durga puja 2021) প্রতিমার নিত্যসেবা এবং সন্ধারতি হয়। ষষ্ঠীর দিন নতুন প্রতিমা নিয়ে আসা হলেও, পুরনো প্রতিমা দশমীর দিন নিরঞ্জন করা হয়। বিগত ১০ বছর ধরে চলে আসছে এই পুজো।
করোনা আবহেও এই দীর্ঘ পুজোর আয়োজনে কোনও বদল ঘটেনি। নিয়ম মেনে পিতৃপক্ষেই শুরু হয়েছে দেবী দুর্গার আবাহন(Durga puja 2021)। তিন সপ্তাহ আগে থেকেই পুজোর আনন্দে মেতে উঠেছেন দুর্গাপুরের আমরাইয়ের মানুষ।
advertisement
advertisement
মঙ্গলবার থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। আর প্রথা মেনে প্রতিপদের দিন থেকে রীতি মেনে পুজো (Durga puja 2021)শুরু হয়েছে আমরাই এর ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠে।
জ্বলে উঠেছে ঘিয়ের প্রদীপ। যা জ্বলবে আগামী ২১ দিন। অর্থাৎ অনেকদিন আগে থেকেই ইন্দ্রপ্রস্থ, পুর্বাচল আবাসন এলাকার বাসিন্দাদের দ্বারা পরিচালিত এই মন্দিরে পুজো (Durga puja 2021)শুরু হল। মন্দিরে দেবীমূর্তি সারাবছর থাকে। নিত্যপুজা ও আরতী হয়। ষষ্ঠির দিনে নতুন প্রতিমা এই মন্দিরে আনা হয়। আর পুরাতন প্রতিমাকে দশমীর দিনে নিরঞ্জন দেওয়া হয়।
advertisement
এই মন্দিরের প্রধান সেবাইত অমৃতদাস মহারাজের কথায়, রীতি অনুযায়ী এই মন্দিরের পুজো (Durga puja 2021)শুরু হয়েছে। প্রতিদিন লক্ষীর ভোগ দেওয়া হয়। প্রদীপ জ্বলবে অহরহ। একাদশীতে এই প্রদীপ নিভবে। আমরা গোটা মানবজাতির মঙ্গলকামনার্থে এবার সংকল্প করেছি।
প্রসঙ্গত, এই এলাকার কয়েকশো পরিবারের কাছে এতদিন আগে শুরু হওয়া দুর্গাপুজো (Durga puja 2021)বাড়তি আনন্দদায়ক। এই অঞ্চলে, একমাত্র এই মন্দিরে নবমীতে কুমারী পুজো করা হয়। অষ্টমী ও নবমীতে মন্দিরে নরনারায়ণ সেবার আয়োজনও করা হয়। এই মন্দিরে পুজো উপলক্ষ্যে কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
অর্থাৎ এই পুজো(Durga puja 2021) ঘিরে এলাকায় থাকে উৎসাহের মেজাজ। ইতিমধ্যেই পুজোর আমেজে মেতে উঠেছে আমরাই ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ ও সপ্তপীঠের মন্দিরের সদস্যরা। ব্যক্তিগত কাজ ভুলে সকলেই ব্যস্ত হয়ে পড়েছেন পুজোর কাজে। খাতায়-কলমে পুজো শুরু হতে এখনও দেরি। তবে এই মন্দিরে শুরু হয়েছে পুজোর তোরজোর। ফলে করোনা আবহেও দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়েছেন আট থেকে আশি সকলেই।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
September 23, 2021 9:53 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Durga puja 2021| পিতৃপক্ষেই আবাহন দেবী উমার ! সারা বছর মন্দিরেই থাকে মায়ের মূর্তি