গভীর খাত ছেড়ে রাস্তায় এসে চোখ রাঙাচ্ছে তিস্তা! চিন্তায় প্রশাসন থেকে বিশেষজ্ঞরা

Last Updated:

ত্রিবেণী রোডের ওপর দিয়ে বইতে দেখা যায় ভয়ালরূপী তিস্তাকে

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি ও কালিম্পং: সপ্তাহজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আর তার জেরেই একপ্রকার ভয়ংকর রূপ ধারণ করেছে তিস্তা। পাহাড়ি এলাকার তিস্তাবাজার থেকে শুরু করে ত্রিবেণীর বিস্তর অঞ্চলে গত কয়েকদিন ধরেই নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছিল। গত বৃহস্পতিবার থেকে পার্বত্য অঞ্চলে চলছে ভারী বর্ষা। ফলে ত্রিবেণী রোডের ওপর দিয়ে বইতে দেখা যায় ভয়ালরূপী তিস্তাকে। শেষ কবে ওই রাস্তার উপর দিয়ে তিস্তাকে এমনভাবে বয়ে যেতে দেখা গিয়েছিল বা আদৌ কোনওদিন তিস্তা ওই রাস্তায় উঠে এসেছিল কিনা; সেটা মনে করতে পারছেন না স্থানীয় অনেক প্রবীণ বাসিন্দাও। এদিকে রাস্তার উপর দিয়ে তিস্তাকে এমন ভয়াল রূপে বয়ে যেতে দেখে বড়োসড়ো অশনি সংকেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অপরদিকে, টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী রাস্তার বিভিন্ন স্থানে ধস নামার খবর উঠে এসেছে।
পাশাপাশি, এদিন কালিম্পং এবং সিকিমের লাইফলাইন বলে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে ধস নেমেছে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। কিছুদিন আগেই পূর্ত দপ্তর ওই এলাকায় ধস মোকাবিলায় কংক্রিটের দেওয়াল তৈরি করেছিল। ধসে সেই দেওয়ালও ভেঙে গিয়েছে। অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা। কালিম্পং জেলা প্রশাসন সূত্রের খবর, শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এরমধ্যেই ধস নেমেছে। পূর্ত দপ্তর ধস সরানোর কাজ শুরু করলেও বৃষ্টির জন্য কাজ বিঘ্নিত।
advertisement
উত্তরে ভরা বর্ষার শুরু হয়ে গিয়েছে। আর এই ভরা বর্ষায় জলঢাকা, মহানন্দা, বালাসন, রায়ডাক, মানসাই এমনকি তিস্তা ভয়ংকর রূপ ধারণ করে। বর্ষাকালে সমতলে এদের জলে প্লাবিত হয় বহু গ্রাম, বহু ঘরবাড়ি। আর এই দিন দেখা গেল তেমনই কিছু দৃশ্য। গভীর খাত থেকে তিস্তা উঠে এল রাস্তার ওপর। কিন্তু কেন উঠে এল, এ প্রশ্ন এখনও অধরা বিশেষজ্ঞদের কাছে।
advertisement
বাংলা খবর/ খবর/Local News/
গভীর খাত ছেড়ে রাস্তায় এসে চোখ রাঙাচ্ছে তিস্তা! চিন্তায় প্রশাসন থেকে বিশেষজ্ঞরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement