SSKM Neonatal : গিলে ফেলা সোনার নথ এক সপ্তাহ ধরে শ্বাসনালীতে, জটিল অস্ত্রোপচারে সুস্থ নবজাতক

Last Updated:

জটিল অস্ত্রোপচার করে তাঁর সন্তানের গিলে ফেলা নথ বার করলেন এসএসকেএম-এর (SSKM) চিকিৎসকরা ৷

কলকাতা ও জঙ্গিপুর : চিকিৎসকদের নৈপুণ্যে নতুন জীবন পেল সদ্যোজাত ৷ এই ঘটনা স্থানীয় চক জামালপুর গ্রামে খাদিজা খাতুনের পরিবারে ৷ জটিল অস্ত্রোপচার করে তাঁর সন্তানের গিলে ফেলা নথ বার করলেন এসএসকেএম-এর (SSKM) চিকিৎসকরা ৷
ঘটনার সূত্রপাত আট দিন আগে। বাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী সদ্যোজাত সন্তানের নাকে নথ বা নাকছাবি পড়ানো হচ্ছিল। সেই সময়ই শিশুটি যন্ত্রণায় কেঁদে ওঠে এবং সেই নথ কোনওভাবে সে গিলে ফেলে। গোটা পরিবার তখন হতভম্ব। প্রথমে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয় ৷  তাঁরা ব্যর্থ হন ৷  এরপর জঙ্গিপুরের কয়েকটি নার্সিংহোমেও নিয়ে যাওয়া হয় ওই শিশুকে। কিন্তু তারাও অপারগ বলে ফিরিয়ে দেয়। মাঝে বাড়িতেও বহু চেষ্টা করা হয় নথ বার করার। কিন্তু সমস্ত চেষ্টাই বিফলে যায়।
advertisement
যন্ত্রণায় ছটফট করতে থাকে ২৮ দিনের সদ্যোজাত। শেষ অবধি স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে তাঁরা শিশুকে নিয়ে এসএসকেএম-এ পৌঁছন ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে নিওনেটাল ডিপার্টমেন্টে ভর্তি করানো হয়।
advertisement
দ্রুত তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে এবং এক্সরে করে দেখা যায় নথ আটকে আছে শ্বাসনালীর এক দুরূহ কোণে। এরপর এন্ডোস্কোপি করে জটিল ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা এই নথ বার করেন। তাঁদের মতে, প্রায় দেড় সেন্টিমিটার এরও বেশি লম্বা এই নথটি সাত দিন ধরে গলায় আটকে থাকায় প্রাণসংশয় হয়েছিল এই সদ্যোজাতের। শিশুটি এখন বিপদমুক্ত। তবুও তাকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে।
advertisement
এসএসকেএম হাসপাতালে নিওনেটাল সার্জারি বিভাগের চিকিৎসক দীপঙ্কর রায়, সুমন দাস, শুভঙ্কর চক্রবর্তী এবং অ্যানেস্থেটিস্ট অমৃতা রায় এই অস্ত্রোপচারের টিমে ছিলেন। চিকিৎসক দীপঙ্কর রায় বলেন, "যে অবস্থায় শিশুটিকে আনা হয়েছিল, তা যথেষ্টই ঝুঁকিপূ্ণ ছিল। যে জায়গায় নথ আটকে ছিল, সেখান থেকে বার করা অত্যন্ত জটিল প্রক্রিয়া ছিল। তবে আমাদের তো চ্যালেঞ্জ নিতেই হবে। বিশেষ করে সাতদিন দেরি হওয়ায় জীবন নিয়ে সংশয় ছিল। সেখান থেকে এন্ডোস্কোপি করে আমরা দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে নথ বার করতে সক্ষম হয়েছি। শিশুদের পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের ভাল লাগে।"
advertisement
অন্যদিকে নতুন জন্ম পাওয়া এই শিশুর মা খাদিজা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, "আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। এই চিকিৎসকরা যেভাবে আমার শিশুদের বাঁচিয়ে তুললেন, তাতে আমি তাঁদের কাছে চিরঋণী।"
view comments
বাংলা খবর/ খবর/Local News/
SSKM Neonatal : গিলে ফেলা সোনার নথ এক সপ্তাহ ধরে শ্বাসনালীতে, জটিল অস্ত্রোপচারে সুস্থ নবজাতক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement