Small Savings: অতিমারিকালেও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমার নিরিখে দেশের মধ্যে প্রথম বাংলা

Last Updated:

ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট প্রকাশিত তথ্য অনুযায়ী, বিগত আর্থিক বছরে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ডাকঘরে সঞ্চিত আমানতের পরিমাণ ১ লক্ষ ৩ হাজার কোটি টাকার বেশি।

কলকাতা :  করোনা সংকট এবং লকডাউন আবহেও বিগত আর্থিক বছরে ক্ষুদ্র সঞ্চয়ে এ রাজ্য আবার দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে । কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট এর প্রকাশিত তথ্য থেকে এই সাফল্যের কথা জানানো হয়েছে । ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট প্রকাশিত তথ্য অনুযায়ী, বিগত আর্থিক বছরে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ডাকঘরে সঞ্চিত আমানতের পরিমাণ ১ লক্ষ ৩ হাজার কোটি টাকার বেশি। ওই আমানত থেকে আয়ের পরিমাণ ১৯ হাজার ৫৩৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। একই সময় ওই রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমা পড়া আমানতের পরিমাণ ৯৩ হাজার ৯৮০ কোটি টাকার বেশি।
রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের এই সাফল্যের কারণ হিসেবে অর্থ দপ্তর এবং ডাকঘর এজেন্টদের সংগঠন, মানুষের সচেতনতা এবং আর্থিক নিরাপত্তা সম্পর্কে সরকার ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লাগাতার প্রচার কর্মসূচির ভূমিকার কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা । সারদা, রোজ ভ্যালির মত বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা লগ্নি করে সর্বস্বান্ত হওয়া মানুষ আর নতুন করে ঝুঁকি নিতে চাইছেন না বলে তাঁদের অভিমত । সে কারণেই ডাকঘরে সঞ্চয় প্রবণতা বাড়ছে ।
advertisement
অন্যদিকে স্বল্প সঞ্চয় প্রকল্পে রাজ্যের এই সাফল্যে নিজেদের অবদানের কথা তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের প্রতি উদাসীনতার অভিযোগ তুলেছেন ডাকঘরের এজেন্টরা । ওয়েস্টবেঙ্গল স্মল সেভিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নির্মল দাস বলেন,  ‘‘বহু বার দাবি করা সত্ত্বেও রাজ্য সরকার ডাকঘর এজেন্টদের অসংগঠিত শ্রমিকের মর্যাদা দেয়নি । এমনকি তাঁদের কোনও সরকারি পরিচয়পত্রও দেওয়া হচ্ছে না ৷ তার ফলে হেনস্থার শিকার হতে হচ্ছে।’’ পাশাপাশি নানা সরকারি সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Small Savings: অতিমারিকালেও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমার নিরিখে দেশের মধ্যে প্রথম বাংলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement