দেশে সংক্রমণ বাড়লেও জেলায় বাড়ছে সুস্থতার হার, স্বস্তিতে জেলা প্রশাসন
- Published by:Piya Banerjee
Last Updated:
জেলাজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ অবশেষে নিম্নগামী। তাল মিলিয়ে বাড়ছে সুস্থতার গ্রাফও।
শিলিগুড়ি: জেলাজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ অবশেষে নিম্নগামী। তাল মিলিয়ে বাড়ছে সুস্থতার গ্রাফও। যার ফলে কার্যত স্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং জেলায় ১২৮ জন করোনা সংক্রামিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ১৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ২৯ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে ২ জন, সুকনায় ১৬ জন, কার্শিয়ংয়ে ৬ জন, মিরিকে ৭ জন, বিজনবাড়িতে ৩ জন করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে। অন্যদিকে, তাকদহে ২২ জন ও সুখিয়াপোখরিতে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ সংক্রামিত হয়নি। এছাড়া মাটিগাড়ায় ২৪ জন, খড়িবাড়িতে ৯ জন, নকশালবাড়িতে ১৩ জন ও ফাঁসিদেওয়ায় ২ জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন।
advertisement
অন্যদিকে, দেশে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৯৫১ জন সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা ছিল, ৩৭ হাজার ৫৬৬ জন। অর্থাৎ সংক্রমণ খানিকটা বেড়েছে।তবে দৈনিক মৃতের সংখ্যা কমেছে। মঙ্গলবারের রিপোর্টে ৯০৭ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। এদিনের রিপোর্টে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের। এদিকে, দেশে করোনা জয়ীর সংখ্যা বাড়ছে। ২৪ ঘণ্টায় ৬০ হাজার ৭২৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
advertisement
advertisement
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন সংক্রামিত হয়েছেন। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জনের। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪টি। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৩৩ লক্ষ ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭টি।
advertisement
ভাস্কর চক্রবর্তী
view commentsLocation :
First Published :
June 30, 2021 4:56 PM IST