স্বর্ণালঙ্কারের বিক্রিতে সরলীকরণ নীতি! দাবি জলপাইগুড়ির সোনার ব্যবসায়ীদের

Last Updated:

সোনার গহনা বিক্রির সরলীকরণের দাবিতে জেলার সোনার অলংকার ব‍্যবসায়ীরা একদিনের ব‍্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: তালাবদ্ধ জলপাইগুড়ি শহরের সমস্ত সোনার দোকান! সোনার গহনা বিক্রির সরলীকরণের দাবিতে জেলার সোনার অলংকার ব‍্যবসায়ীরা একদিনের ব‍্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একদিনের এই বনধকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ফলে জলপাইগুড়িতে শহরের সবকটি সোনার দোকানই বন্ধ অবস্থায়। জলপাইগুড়ির কদমতলা, মার্চেন্ট রোড, ডিবিসি রোড, যোগোমায়া কালিবাড়ি ইত্যাদি জায়গায় সোনার দোকানগুলো সব বন্ধ। যদিও সোনার দোকান বন্ধ থাকায় তেমনভাবে সমস্যার সন্মুখীন হতে হয়নি সাধারণ মানুষদের। কেন্দ্রীয় সরকারের BIS দপ্তর সোনার ব‍্যবসায় যে কঠিন নিয়মাবলী চালু করেছে তার প্রতিবাদেই একদিনের এই ধর্মঘট বলে জানিয়েছেন জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের  সম্পাদক বিকাশ দাস।
তিনি বলেন, 'শুধু জলপাইগুড়ি শহর নয়, জেলার প্রতিটি ব্লক এবং প্রত্যন্ত এলাকায় বনধের সমর্থনে বন্ধ রয়েছে সমস্ত সোনার দোকানদার ও স্বর্ণকার।' বিকাশবাবু বলেন, 'জলপাইগুড়ি জেলায় প্রায় দু'শো সোনার দোকান রয়েছে। কারিগর রয়েছে প্রায় ছয় হাজার। সোনার গহনা বিক্রির সরলীকরণের দাবিতে সোনার অলংকার ব‍্যবসায়ীরা একদিনের ব‍্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একদিনের এই বনধকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশন।'
advertisement
অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ দাস আরও বলেন,  'সোনার গহনা বিক্রি করতে কেন্দ্রীয় সরকারের BIS দপ্তর যে কঠিন পরিস্থিতি তৈরি করছে এতে সাধারণ ছোট সোনার ব‍্যবসায়ীরা সোনার ব‍্যবসা বন্ধ করার মুখে এনে দাঁড় করিয়েছে। হলমার্ক থেকে দোকান কম্পিউটারাইজ করা সববিষয়ে কঠিন নিয়মাবলী আনতে চলেছে BIS। তাই অবিলম্বে এই সিদ্ধান্তগুলো সরলীকরণের দাবি জানাচ্ছি।' পাশাপাশি তাদের দাবি পূরণ না হলে আগামীদিনে স্বর্ণব্যবসায়ীরা আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন বিকাশবাবু।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
স্বর্ণালঙ্কারের বিক্রিতে সরলীকরণ নীতি! দাবি জলপাইগুড়ির সোনার ব্যবসায়ীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement