দাঁত মেরামতি ছাড়াও দাঁত ভাঙতে মাস্টার ডাঃ পিনাকী

Last Updated:

দাঁত মেরামতি ছাড়াও দাঁত ভাঙতে মাস্টার ডাঃ পিনাকী

#শিলিগুড়ি: করোনাকালে সবাই আমরা ঘরবন্দি। নিজেদের চাঙ্গা রাখতে শরীরচর্চার জুড়ি মেলা ভার। সে ক্ষেত্রে তাইকোয়াণ্ডু, ক্যারাটে, মার্শাল আর্টস, যোগ ব্যায়াম সবই কার্যকরী। তবে অনেকেই এই বিষয়ে অবগত নন। এরই মাঝে লকডাউনে শিলিগুড়ির নাম আন্তর্জাতিক স্তরে তুলে ধরল ভূমিপুত্র পিনাকী। পুরো নাম ডাঃ পিনাকী নারায়ণ মৈত্র। পেশায় ডেন্টিস্ট (দাঁতের ডাক্তার) পিনাকী ২০০৮ সাল থেকে তাইকোয়াণ্ডুর সঙ্গে যুক্ত, পেয়েছেন প্রচুর মেডেলও। বলতে গেলে, দাঁত মেরামতি ছাড়াও দাঁত ভাঙতে ওস্তাদ এই যুবক।
তবে তাইকোয়াণ্ডুতে ব্ল্যাক বেল্ট মাস্টার হওয়া সত্বেও প্রকাশ্যে তাঁর নাম আসেনি বললেই চলে। এই খেলা নিয়ে শহরে তেমন চাউর নেই। থাকলেও খুবই সামান্য। এই খেলা নিয়ে সেরকম করে কেউ ভাবেইনি। এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন পিনাকীর মা সূপর্ণাদেবী।
লকডাউনে ঘরেই অনলাইন মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদকলাভ করেছেন তিনি। ঘরে সাজানো রয়েছে সেগুলি। এর পাশাপাশি প্রতিযোগিতাগুলিতে এন্ট্রি ফিস (প্রবেশ মূল্য) থেকে কিছুটা অর্থ দুঃস্থদের মধ্যে বিলিয়ে দেন তিনি। পিনাকী শহরের নাম উজ্জ্বল করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও শিলিগুড়িকে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
advertisement
advertisement
পিনাকীর কথায়, \'লকডাউনে শরীরচর্চার থেকে বড় দাওয়াই আর কিছু নেই। সবাইকেই অল্পবিস্তর শারীরিক চর্চা করা প্রয়োজন। অনলাইন মাধ্যমে অনেক প্রশিক্ষণপ্রাপ্ত উচুমানের শিক্ষকদের থেকে আমি তালিম পেয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে খেলা থেকে জাতীয় স্তরে, সবেতেই শিলিগুড়ির নাম থাকুক আমি এটাই চাই।\'
তিনি বলেন, \'এখানে এমন অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও প্রচারের অভাবে তারা পিছিয়ে থাকছে। আমাদের উচিত এই আন্তর্জাতিক মানের খেলাকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। মূলত পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েরা যদি উপকৃত হয়, তাহলে এর থেকে ভালো আর কী হতে পারে। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি।\'
advertisement
পিনাকীর মা সূপর্ণাদেবী আক্ষেপের সুরে বলেন, \'আমার ছেলেকে নিয়ে আমরা সবাই গর্বিত। কিন্তু শহরে এর কোনও প্রচার নেই। না আছে ভালো কোনও সংগঠন। অনেকের ইচ্ছে থাকলেও সেই ইচ্ছেপূরণ করা হয়ে ওঠে না। তাই আমরা চাইব যাতে আগামীতে এই খেলাকে মান্যতা দিয়ে কোনও সংগঠন গড়ে উঠুক।\'
Vaskar Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/Local News/
দাঁত মেরামতি ছাড়াও দাঁত ভাঙতে মাস্টার ডাঃ পিনাকী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement