Siliguri Coronavirus Update: দেশের সঙ্গে তাল মিলিয়ে জেলায় কমল সংক্রমণের গ্রাফ, স্তিমিত সুস্থতার হার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ফের জেলাজুড়ে করোনা (coronavirus) সংক্রমণের গ্রাফ কমল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। তবে আশানুরূপ সাড়া নেই সুস্থতার হার।
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা (Siliguri Coronavirus Update) সংক্রমণের গ্রাফ কমল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। তবে আশানুরূপ সাড়া নেই সুস্থতার হার। যার ফলে কার্যত অস্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং (Darjeeling) জেলায় নতুন করে ২২ জন করোনা (coronavirus) সংক্রমিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, শিলিগুড়ি (Siliguri Coronavirus Update) পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ১২ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটি (Darjeeling MU) সহ সুকনা (Sukna), বিজনবাড়ি (Bijanbari), মিরিক (Mirik MU) মিউনিসিপ্যালিটি, সুখিয়াপোখড়ি (Sukhiapokhri) এবং খড়িবাড়িতে (Khoribari) ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সংক্রামিত হয়নি। তবে, কার্শিয়ংয়ে (Kurseong) ১ জন, মিরিকে (Mirik) ২ জন, তাকদহে (Takdah) ২ জন, মাটিগাড়াতে (Matigara) ১ জন, ফাঁসিদেওয়াতে (Phansidewa) ১ জন এবং নকশালবাড়িতে (Naxalbari) সংক্রামিতের হদিস পাওয়া গিয়েছে।
advertisement
পাশাপাশি, দেশে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ (India coronavirus update) । গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ৪০৪ জন নতুন করে করোনায় (coronavirus) সংক্রামিত হয়েছেন। সোমবার সেই সংখ্যা ছিল ২৭ হাজার ২৫৪। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ১২৭ জন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯ জন করোনায় সংক্রামিত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৪ লক্ষ ৮৪ হাজার ১৫৯ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ২১৩ জনের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৬২ হাজার ২০৭টি। টিকা নিয়েছেন ৭৫ কোটি ২২ লক্ষ ৩৮ হাজার ৩২৪ জন।
advertisement
Location :
First Published :
September 14, 2021 10:49 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Siliguri Coronavirus Update: দেশের সঙ্গে তাল মিলিয়ে জেলায় কমল সংক্রমণের গ্রাফ, স্তিমিত সুস্থতার হার