CBIEA এবং CBIOU এর যৌথ সম্মেলন, ভার্চুয়ালি যুক্ত শিলিগুড়ি সহ ৪ কেন্দ্র
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সম্মেলনের মধ্য দিয়ে ব্যাংক বেসরকারিকরণের বিরোধীতা করা হয়। পাশাপাশি গ্রাহক পরিষেবার সমস্যা নিয়েও দশ দফা দাবি তুলে ধরা হয়।
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি (উঃ বঃ ব্যুরো): সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (Central Bank of India Employees Association - CBIEA) এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স ইউনিয়নের (Central Bank of India Officer's Union - CBIOU) পশ্চিমবঙ্গ (West Bengal) ও সিকিম (Sikkim) শাখার যৌথ সম্মেলনের আয়োজন করা হয়। এদিন শিলিগুড়ি (Siliguri - Darjeeling) ও জলপাইগুড়ি (Jalpaiguri) শাখার তরফে শহরের স্টেশন ফিডার রোডের (Station Feeder - SF Road) এক হোটেলে এক সভার আয়োজন করা হয়। সম্মেলনে শাখার সকল সদস্যরা উপস্থিত ছিলেন। যদিও তাদের মূল সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হলেও কোভিডবিধির কারণে সমস্ত জেলা ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেয় সংগঠনের সদস্য-সদস্যাগণ। এই সম্মেলনের মধ্য দিয়ে ব্যাংক বেসরকারিকরণের বিরোধীতা করা হয়। পাশাপাশি গ্রাহক পরিষেবার সমস্যা নিয়েও দশ দফা দাবি তুলে ধরা হয়।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতায় সি. এইচ. ভেঙ্কাটাচলম, রাজেন নগর, সঞ্জয় খান, কেশব সেন, সমরেশ ঘোষাল, সিদ্ধার্থ নারায়ণ দত্ত ও গোপাল নাগ সহ প্রমুখ। এছাড়া শিলিগুড়ি অঞ্চলে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার (Central Bank of India) এসএফ রোড (SF Road) শাখার ম্যানেজার (Manager) শান্তনু চক্রবর্তী, জলপাইগুড়ি কদমতলা শাখার ব্যাংক ম্যানেজার সৌম্যদীপ দুবে, বিধাননগর শাখার ম্যানেজার ভাস্বতী নন্দী, সুব্রত রায় সহ অন্যান্যরা।
advertisement
এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক সমরেশ ঘোষাল বলেন, 'সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (সিবিআইএ- ৪৭তম) এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স ইউনিয়নের (সিবিআইওইউ- ১৪তম) পশ্চিমবঙ্গ এবং সিকিম শাখার উদ্যোগে শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আরও ৪ কেন্দ্রে অনুষ্ঠিত হল সংগঠনদ্বয়ের দ্বিবার্ষিক যৌথ সম্মেলন। কোভিড পরিস্থিতিতে এবারের সম্মেলন ভার্চুয়ালি করা হয়। কলকাতায় মূলমঞ্চে সশরীরে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মীদের সর্বভারতীয় সংগঠন এআইবিইএ -এর সভাপতি রাজেন নগর, সাধারণ সম্পাদক সি. এইচ. ভেঙ্কাটাচলম, এইবিওএ (পঃ বঙ্গ) -এর সাধারণ সম্পাদক সমীর বন্দ্যোপাধ্যায়, এইসিবিওএ -এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় খান প্রমুখ শীর্ষ নেতৃত্ব। হায়দ্রাবাদ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এইসিবিইএফ -এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এস. রামবাবু।'
advertisement
advertisement
সমরেশবাবু আরও বলেন, 'সম্মেলনে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের বেসরকারীকরণ, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক এবং শ্রমনীতির বিরুদ্ধে এবং উন্নততর গ্ৰাহক পরিষেবার পক্ষে, তৎসহ অন্যান্য মোট দশটি প্রস্তাব গৃহীত হয়।সম্মেলনে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং অফিসার্স ইউনিয়নের চেয়ারম্যান/ সভাপতি/ সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে সলিল সাহা, কেশব সেন, সিদ্ধার্থ নারায়ণ দত্ত, সত্যব্রত গুপ্ত, গোপাল নাগ।'
অন্যদিকে, অ্যাসোসিয়েশনের আরেক সদস্যা ভাস্বতী নন্দী বলেন, 'কলকাতায় মূল সম্মেলন আয়োজন করা হলেও শিলিগুড়ি-দার্জিলিং ও জলপাইগুড়ি শাখার অনুষ্ঠান আমরা ভার্চুয়ালি করি। কোভিড পরিস্থিতির জন্য সম্ভব হয়নি। এদিনের সম্মেলনে মূলত বেসরকারিকরণ হলে কি কি সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স ইউনিয়ন সকল সদস্য সর্বসম্মতিক্রমে বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হয়েছেন।'
view commentsLocation :
First Published :
September 14, 2021 10:52 PM IST