বাংলাভাগ হবে না, শিলিগুড়িতে সরব বাংলাপক্ষ

Last Updated:

বাংলাভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বাংলাপক্ষ

শিলিগুড়ি: গোর্খাল্যান্ডের মাধ্যমে বাংলা ভাগের চক্রান্ত শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। এবার একুশে বঙ্গ বিধানসভা নির্বাচনে বাঙালি সহ ভূমিপুত্রদের দ্বারা ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়েছে বিজেপি। তারপরই বাংলার উত্তর অংশকে বাংলা থেকে বিচ্ছিন্ন করার ব্যাপক ষড়যন্ত্র চলছে। সাংসদ জন বার্লা যিনি প্রকাশ্যে স্বাধীন উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছেন, তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে। রাজু বিস্তা, জন বার্লা, নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতা-নেত্রীরা বাংলা ভাগ করতে চাইছেন। বাঙালির বিরুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীক খুঁচিয়ে দিচ্ছে বিজেপি নিজেদের ক্ষুদ্র স্বার্থে। এমনই গুরুতর অভিযোগে শিলিগুড়িতে সরব হতে দেখা গেল বাংলাপক্ষকে। তাঁরা শনিবার এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে। উপস্থিত ছিলন বাংলাপক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় নেতৃত্ব কৌশিক মাইতি, রাজাদিত্য সরকার এবং শিলিগুড়ির জেলা সম্পাদক গিরিধারী রায়।
এদিন বাংলাপক্ষের কেন্দ্রীয় নেতৃত্ব কৌশিক মাইতি বলেন, \'আমরা বিভিন্ন ভূমিজ জাতিগোষ্ঠী এক হয়ে চাকরি, বাজার, পুঁজিতে অধিকারের দাবিতে লড়ব। আমরা নিজেদের মধ্যে বিভেদ করে বহিরাগতদের সুবিধা করে দেব না। বাংলা ভাগের ষড়যন্ত্রের ফাঁদে কেউ পা দেবেন না। বাংলা পক্ষ আগামীতে লড়াইয়ের জন্য প্রস্তুত।\'
এদিন গর্গ চট্টোপাধ্যায় চাকরি, ঠিকা, টেন্ডারে ভূমিপুত্র সংরক্ষণের পক্ষে জোরালো সওয়াল করেন। তিনি বলেন, \'আমরা বাংলাপক্ষ বাংলাজুড়ে বাঙালিকে এক করছি। আমরা লড়ব। জেলায় জেলায় বাংলাপক্ষ দ্রুত বাড়ছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্র বাঙালিকে সঙ্গে নিয়ে বাংলা ভাগের ষড়যন্ত্রকে প্রতিহত করব।\'
advertisement
advertisement
তিনি প্রশ্ন করেন, \'সাংসদ জন বার্লার পূর্বপুরুষ ঝাড়খন্ড থেকেই ১৫০ বছর আগে এসে পড়েছে এখন বাংলাভাগ চাইছে। মেনে নেওয়া যায়? নিশীথ প্রামাণিক ভারতীয় নাগরিক না হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হল। আমরা বাংলাপক্ষ নিশীথ প্রামাণিককে নাগরিক মানি, এটা আমাদের অবস্থান। এই নিয়মে বাংলার সব বাঙালি নাগরিক। তাই এনআরসি, সিএএ-এর কোনও প্র‍য়োজন নেই।\' তিনি আরও বলেন, \'বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি উত্তরবঙ্গ রাজ্য কমিটি বানিয়েছে। তাঁদের লজ্জা করে না? এটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ।\'
advertisement
অন্যদিকে, শিলিগুড়ির জেলা সম্পাদক গিরিধারী রায় শিলিগুড়ির প্রতিটা বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই বাংলাপক্ষ পথে নামবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
ভাস্কর চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/Local News/
বাংলাভাগ হবে না, শিলিগুড়িতে সরব বাংলাপক্ষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement