রক্ত সংকট মেটাতে এগিয়ে এল শিলিগুড়ি ইস্কন, চলল টিকাদান...
- Published by:Shubhagata Dey
Last Updated:
শুভ রথযাত্রা এবং ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ি মন্দির প?
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: গ্রীষ্মকালীন তথা কোভিডকালে জেলাজুড়ে দেখা দিয়েছিল রক্ত সংকট। এবার সেই রক্ত সংকট মেটাতে এগিয়ে এল শিলিগুড়ি ইস্কনের সাধুরা। রথযাত্রা উপলক্ষে শিলিগুড়ি ইস্কন মন্দির প্রাঙ্গণে রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটনের সহযোগিতায় আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরের। এদিনের শিবিরের উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিআইজি (দার্জিলিং) অমিত পি. জাভালগি।
এদিন শিবিরে ডিআইজি অমিত পি. জাভালগি, সার্কেল সিআই সুদীপ্ত সরকার ও শিলিগুড়ি ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস সমেত প্রায় ৫০ জন রক্তদান করেন। পাশাপাশি এদিন ২৪০ জনকে টিকা দেওয়ারও ব্যবস্থা করা হয়।
এ প্রসঙ্গে শিলিগুড়ি ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, 'শিলিগুড়ি ইস্কনের তরফে করোনাকালে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। করোনাক্রান্তদের বাড়ি খাওয়া পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে কাজ হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানো সবই চলেছে ইস্কনের চেষ্টায়। এবার সেই চেষ্টায় আরেকটু গতি আনা হল। শুভ রথযাত্রা এবং ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এদিন মন্দিরের সাধুরা রক্তদান করলেন। এই মহতি রক্তদানের আয়োজন করা হয়েছে রোটারি ক্লাবের মেট্রোপলিটনের সহযোগিতায়। এদিন ৪৫ ইউনিট রক্তের পাশাপাশি টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে। আগামীতেও আমরা আরও সমাজহিতকর উদ্যোগ নেব।'
advertisement
advertisement
এদিন রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটনের আশু প্রাক্তন সভাপতি শিবশঙ্কর সরকার বলেন, 'গ্রীষ্মকালীন রক্ত সংকটে জেরবার গোটা রাজ্য। সেই রক্ত সংকট মেটাতে রোটারি বারংবার পদক্ষেপ নিয়েছে। এদিনের শিবিরও অন্যথা আর কিছুই নয়। শিলিগুড়ি ইস্কনের সঙ্গে হাতে হাত রেখে রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন এদিন একটি রক্তদান শিবিরের পাশাপাশি টিকাকরণ কর্মসূচি গ্রহণ করে।' শিববাবু আরও বলেন, 'রাজ্য পুলিশের ডিআইজি (দার্জিলিং) অমিত পি. জাভালগি, নকশালবাড়ি সার্কেলের আইসি সুদীপ্ত সরকার, ইস্কন মন্দিরের তরফে নামকৃষ্ণ দাস, রোটারি ক্লাবের তরফে সন্দ্বীপ ঘোষাল, নবনির্বাচিত সভাপতি নবীন আগরওয়াল, জ্যোতি দে সরকার সমেত অন্যান্যরা।'
Location :
First Published :
July 19, 2021 9:54 PM IST