সঙ্কটে বসতবাড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে রাজ চক্রবর্তী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
বিভূতিভষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ৷ সাক্ষাৎ করে কথা বললেন কথাসাহিত্যিকের পরিবারের উত্তরসূরিদের সঙ্গে ৷
কলকাতা : বিভূতিভষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ৷ সাক্ষাৎ করে কথা বললেন কথাসাহিত্যিকের পরিবারের উত্তরসূরিদের সঙ্গে ৷ দীর্ঘ দিন ধরে বসতবাড়ি নিয়ে সমস্যার মুখে পড়েছেন বন্দ্যোপাধ্যায় পরিবার ৷ তারকা বিধায়ক কথা দিয়েছেন যত দ্রুত সম্ভব তাঁদের সমস্যার সমাধান করবেন ৷
কথাশিল্পীর প্রয়াণের পর তাঁর স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায় বাড়ি তৈরি করেছিলেন ব্যারাকপুর স্টেশন রোডে ৷ স্থানীয় এলাকায় বাড়িটি পরিচিত ‘বিভূতিভূষণের বাড়ি’ বলেই ৷ তাঁর উত্তরসূরিরা এখন এই বাড়িতে থাকেন৷ পাশাপাশি সাহিত্যিকের ব্যবহৃত বহু জিনিসও সংরক্ষিত আছে এই বাড়িতে ৷ সে দিক দিয়ে এটা তাঁর ‘স্মারক ভবন’-ও ৷
advertisement
গত কয়েক মাস ধরে সমস্যায় পড়েছেন বাড়ির বাসিন্দারা ৷ অভিযোগ, সমস্যার সূত্রপাত একটি নির্মাণকাজ ঘিরে ৷ তাঁদের বাড়ির পাশে পুরসভার উদ্যোগে তৈরি হচ্ছে শপিং কমপ্লেক্স ও বহুতল ৷ তার জেরে ভেঙে পড়েছে প্রয়াত সাহিত্যিকের বাড়ির পাশের পাঁচিল ৷ ঘরে ফাটল দেখা দিয়েছে ৷ বাড়ির একতলায় থৈ থৈ করছে জল ৷ অভিযোগ বন্দ্যোপাধ্যায় পরিবারের ৷
advertisement
এই নিয়ে চাপানউতর চলছে দু’ পক্ষের মধ্যে গত কয়েক মাস ধরেই ৷ সংবাদমাধ্যমে অভিযোগ জানিয়েছেন সাহিত্যিকের পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায় এবং নাতি তথাগত ৷ ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে ৷ কিন্তু স্মারকভবনে বিভূতিভূষণের ব্যবহৃত জিনিসের ক্ষতি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না তাঁর পরিবার ৷
এ বার তাঁদের এই সমস্যা দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী ৷ তাঁদের বাড়িতে গিয়ে পুরো বিষয়টি দেখে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি ৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে বিষয়টি জানিয়েছেন রাজ ৷
view commentsLocation :
First Published :
July 01, 2021 11:24 PM IST