East Medinipur News- রাজ্যজুড়ে পৌর নির্বাচনের ফলাফলের আগে নন্দীগ্রামে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Last Updated:

রাজ্যের মঙ্গল কামনায় নন্দীগ্রাম সোনাচূড়া মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী

+
নন্দীগ্রামের

নন্দীগ্রামের শিবরাত্রির পূজা দিচ্ছেন শুভেন্দু অধিকারী

#নন্দীগ্রাম: রাজ্যজুড়ে পৌর নির্বাচনের ভোট পর্ব শেষ। পুর নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক বিশ্লেষকরা। কোন প্রার্থী জয়ী হবে আর কে পরাজিত হবে তা জানা যাবে ২ মার্চ, বুধবার। রাজ্যজুড়ে পৌর নির্বাচনের ফলাফলের আগেই নন্দীগ্রামে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুর নির্বাচনের ফল ঘোষণা হবে মঙ্গলবার। তার আগের দিন অর্থাৎ সোমবার মহা শিবরাত্রি তিথি। এই মহা শিবরাত্রি তিথি তে নন্দীগ্রামে পুজো দেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের সার্বিক মঙ্গল কামনায় পুজো দেন তিনি। মহা শিবরাত্রি তিথি তে পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে বিভিন্ন শিব মন্দিরে পুজো পার্বণ চলছে। সোমবার মহা শিবরাত্রি তিথি তে নন্দীগ্রামের সোনাচূড়া শিব মন্দিরে রাজ্যের সাধারণ মানুষের সার্বিক মঙ্গল কামনায় পুজো দেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি এদিন নন্দীগ্রামে পৌঁছে সোনাচূড়া শিবমন্দিরে যান। সেখানে তিনি ডাবের জল, দুধ, ফুলের মালা সহকারে শিবের পুজো করেন। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর পুজো দেওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন শিব মন্দিরে মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নামে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বর্গভীমা মন্দির এর সামনে ভূতনাথ শিব মন্দিরে মহা শিবরাত্রি তিথি পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। ভূতনাথ মন্দিরে সারাদিন ধরেই চলছে মহা শিবরাত্রির পুজো। সন্ধের পর মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় মহা শিবরাত্রি পুজো উপলক্ষে। মন্দিরের সামনে থেকে ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা যায়।
বাংলা খবর/ খবর/Local News/
East Medinipur News- রাজ্যজুড়ে পৌর নির্বাচনের ফলাফলের আগে নন্দীগ্রামে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement