Primary teacher| জেলা প্রাথমিক শিক্ষা সংসদে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের দাবিতে ডেপুটেশন
- Published by:Piya Banerjee
Last Updated:
Primary teacher| চেয়ারম্যান না থাকার ফলে শিক্ষক শিক্ষিকাদের পি এফ লােন, পি এফ এর বার্ষিক হিসেব, বকেয়া বেতন প্রদান সহ নানা কাজ আটকে রয়েছে !
#তমলুক: অনেকদিন থেকে চেয়ারম্যানহীন পূর্ব মেদিনীপুর (purba Midnapore) জেলা প্রাথমিক বিদ্যালয় (Primary teacher) সংসদ। ফলে বিভিন্ন কাজকর্মে নানান অসুবিধার সম্মুখীন জেলার প্রাথমিক শিক্ষকেরা। প্রাথমিক বিদ্যালয় সংসদে চেয়ারম্যান নিয়োগের দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয় প্রাথমিক শিক্ষক সমিতি। শুধু জেলাশাসক নয় বিদ্যালয় পরিদর্শক এর অফিসে ডেপুটেশন জমা দেয় শিক্ষক সমিতির সদস্যরা।
জেলা কাউন্সিল এখন প্রশাসন। কিন্তু পূর্ব মেদিনীপুর (purba Midnapore) জেলার শিক্ষা প্রশাসক না থাকায় হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের পেশাগত নানা যাবতীয় কাজ আটকে রয়েছে। নতুবা চলছে দীর্ঘ সূত্রিতা। অভিযােগ গত ছয় মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নেই। জেলা প্রাথমিক বিদ্যালয় (Primary teacher) পরিদর্শক সংঘমিত্রা মাকুড় চেয়ারম্যান ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু গত দশদিন অসুস্থ থাকায় ছুটিতে রয়েছেন। তাঁর পরিবর্তে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানের ভার দেওয়া হয়েছে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্রকে। কিন্তু স্থায়ী চেয়ারম্যান না থাকার কারণে ব্যাহত হচ্ছে কাজ।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় (Primary school) সংসদে স্থায়ী চেয়ারম্যান না থাকায় সমস্যায় পড়েছে জেলার নানা প্রান্তের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। চেয়ারম্যান না থাকার ফলে শিক্ষক শিক্ষিকাদের পি এফ লােন, পি এফ এর বার্ষিক হিসেব, বকেয়া বেতন প্রদান সহ নানা কাজ আটকে রয়েছে প্রশাসক বিহীন জেলা কাউন্সিলে। ফলে জেলার শিক্ষক শিক্ষিকাদের পেশাগত কাজে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক (Primary teacher) সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে সমিতির সাধারন সম্পাদক অরূপ কুমার ভৌমিক অবিলম্বে সংসদ চেয়ারম্যান নিয়ােগ নতুবা কোন সরকারি শিক্ষা আধিকারিক কে স্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার দাবিতে পূর্ণেন্দু কুমার মাজীর কাছে ডেপুটেশন জমা দেয়। ডেপুটেশন জমা দেওয়া হয় জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) ও জেলা শিক্ষা আধিকারিককে।
advertisement
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক (Primary teacher) সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার সাধারন সম্পাদক অরূপ কুমার ভৌমিক বলেন, " দীর্ঘদিন স্থায়ী চেয়ারম্যান নেই পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। এর ফলে জেলার নানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পি এফ, বকেয়া বেতন সহ অন্যান্য কাজে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই সংসদের স্থায়ী চেয়ারম্যান নিয়োগের দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।"
advertisement
Saikat Shee
view commentsLocation :
First Published :
August 27, 2021 10:06 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Primary teacher| জেলা প্রাথমিক শিক্ষা সংসদে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের দাবিতে ডেপুটেশন