দিঘা : জেলায় কমছে করোনা সংক্রমণ। দিঘা (Digha) মন্দারমণির (Mandarmoni) মতো পর্যটন কেন্দ্রগুলিতে তবু করোনাবিধি পালনের ক্ষেত্রে কোনওরকম শিথিল আচরণ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। পর্যটকদের জন্য চালু করা নিয়মে খামতি দেখলেই কড়া পদক্ষেপ করবে প্রশাসন। করোনা নিয়ম পালনে ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিজেই। দিঘা শংকরপুর মন্দারমণি-সহ পূর্ব মেদিনীপুরের সব পর্যটন কেন্দ্রের হোটেল কর্তৃপক্ষকে করোনাবিধি পালনের নির্দেশ দেওয়ার পাশাপাশি সবকিছুর উপর প্রশাসনিক তদারকির বিষয়কে গুরুত্ব দিচ্ছেন ব্লক স্তরের প্রশাসকরা।
স্বাধীনতা দিবসে বাড়তি ভিড় হবে দিঘা শংকরপুর মান্দারমনির মতো পর্যটনকেন্দ্রিক সমুদ্র শহরগুলিতে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে তাই দিঘা-সংলগ্ন সহ সব সৈকত শহরেই শুরু হচ্ছে পরিকল্পনামাফিক নজরদারি। জেলা এবং ব্লক প্রশাসনের পাশাপাশি দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকেও সৈকতে চলছে এই নজরদারি এবং কড়া নিয়মকানুন। হোটেলগুলিতে নিয়ম ঠিকঠাক অনুসরণ করা হচ্ছে কি না সে সব দেখা এবং করোনা নিয়ম মেনে সৈকতগুলিতে সামাজিক দূরত্ব বিধি পালিত হচ্ছে কি না, তাও দেখা হচ্ছে। চলছে টহল এবং নজরদারি। সংক্রমণ কমলেও নজরদারি শিথিল হবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রশাসনের কড়াকড়িতে খুশি দিঘায় আসা পর্যটকরা। করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনের এই উদ্যোগ কাজে লাগবে বলে ধারণা তাদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Digha, Independence day, Mandarmoni