East Medinipur News- পরিবার নয় দল বড়ো, মত কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের

Last Updated:

দীর্ঘ ৩২ বছর ধরে কাঁথির অধিকারী পরিবার পুরসভা চেয়ারম্যান পদে ছিলেন

Shantikunja
Shantikunja
#কাঁথি: আসন্ন পৌর নির্বাচনে ১০৮ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। এই পৌর নির্বাচন নিয়ে বড় মত প্রকাশ করলেন কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, তথা বিজেপির নির্বাচনী কনভেনারের দায়িত্বে থাকা সৌমেন্দু অধিকারী। পৌর নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, "পরিবার নয়, দল বড়ো"। কাঁথি পৌরসভা থেকে এবারে কোনো ওয়ার্ডে প্রার্থী হয়নি শান্তিকুঞ্জের কেউই। দীর্ঘ ৩২ বছর শান্তিকুঞ্জের ছায়া পড়ছে না কাঁথি পুরবোর্ডে। (East Medinipur News)
advertisement
দীর্ঘ ৩২ বছর পর শান্তি কুঞ্জ ছায়ায় থেকে বেরিয়ে পৌরবোর্ড গঠিত হবে কাঁথি পৌরসভায়। শুভেন্দু অধিকারীর গড়ে এই প্রথম অধিকারী পরিবারের সদস্যদের ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে কাঁথির পুর নির্বাচন (East Medinipur News)। কাঁথি পুর নির্বাচনের তালিকায় অধিকারী পরিবারের কোন সদস্যের নাম নেই। অর্থাৎ অধিকারী পরিবারের জন্য কাঁথি পুরসভা ঢোকার দরজা বন্ধ হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ ৩২ বছর ধরে কাঁথির অধিকারী পরিবার পুরসভা চেয়ারম্যানের পদে ছিলেন। ১৯৯০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন বর্তমানে কাঁথির সাংসদ শিশির অধিকারী। ২০০৬ সাল অধিকারী পরিবারের সদস্যের দখলে ছিল। ২০১০ সাল থেকে ২০২০ পর্যন্ত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
advertisement
advertisement
সামনেই রাজ্যজুড়ে পৌর নির্বাচন। ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ জুড়ে ১০৮ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে (East Medinipur News)। অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে ওই দিন। তমলুক ও এগরার পাশাপাশি নির্বাচন অনুষ্ঠিত হবে জেলার অন্যতম কাঁথি পৌরসভার। কাঁথি পুরসভার নির্বাচনে কার্যত পাখির চোখ রাজ্যবাসীর। কাঁথি পৌরসভার নির্বাচন নিয়ে মুখিয়ে আছে রাজনৈতিক বিশ্লেষক থেকে প্রতিটি দলের নেতাকর্মীরা। কেননা কাঁথি পৌরসভাকে বলা হয় অধিকারীর গড়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ কাঁথি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত। যদিও কাঁথি পৌরবোর্ড এবার শান্তিকুঞ্জের নেতৃত্ব ছাড়াই গঠিত হবে।
advertisement
টানা দশ বছর কাঁথি পৌর বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী (East Medinipur News)। প্রার্থী হিসেবে না থাকলেও কাঁথি পৌরসভার বিজেপির কনভেনার হিসেবে নিযুক্ত হয়েছেন। ফলে প্রার্থী না হলেও দলীয় কর্মসূচিতে স্বাভাবিকভাবেই ব্যস্ত সৌমেন্দু অধিকারী। পৌরসভার নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি জানান, "বিজেপি কাঁথি পৌরসভার নির্বাচনে ২১ টি ওয়ার্ডে যোগ্য প্রার্থী মনোনীত করেছে। আমি নির্বাচন কমিটির কনভেনার হিসেবে নিযুক্ত আছি গুরুত্বপূর্ণ পদে। বিজেপি দলে পরিবার নয় দল বড়ো। আসন্ন কাঁথি পৌর নির্বাচনে ২১টি জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী।" ২৭ ফেব্রুয়ারি আসন্ন পৌর নির্বাচনে কাঁথি পৌরসভা যে বাড়তি গুরুত্ব পাচ্ছে, তা প্রতিটি দলের রাজনৈতিক প্রচার কর্মসূচী দেখলেই বোঝা যায়। শাসক ও প্রধান বিরোধী দল কাঁথি পৌরসভা দখলে মরিয়া।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/Local News/
East Medinipur News- পরিবার নয় দল বড়ো, মত কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement