East Medinipur News- জেলার ক্রিকেট প্রতিভাদের তুলে আনতে তমলুকে ক্রিকেট অ্যাকাডেমি

Last Updated:

সিএবি এর প্রশিক্ষক এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দিতে আসবে

+
ক্রিকেট

ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন

#তমলুক: ফুটবল বা অন্যান্য খেলায়, পূর্ব মেদিনীপুর জেলার অনেক খেলোয়াড় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই অর্থে জেলা থেকে ক্রিকেট প্রতিভা উঠে আসেনি। এবার জেলার ক্রিকেট প্রতিভা বিশ্বের দরবারে পৌঁছে দিতে ক্রিকেট অ্যাকাডেমি গড়ে উঠল তমলুকে। তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে তাম্রলিপ্ত ক্রিকেট অ্যাকাডেমির শুভ সূচনা হল। ক্রিকেটের মহাযজ্ঞ আইপিএল ২০২২ এর উদ্বোধনের দিন তাম্রলিপ্ত ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন হল। তাম্রলিপ্ত ক্রিকেট অ্যাকাডেমির শুভ উদ্বোধন করেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ বিষয়ক মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। ৪০ জন খুদে ক্রিকেট প্রতিভাদের নিয়ে শুরু হল ক্রিকেট অ্যাকাডেমি।
ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া, চন্দন দে, দেবশ্রী মাইতি, কানাইলাল দাস। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, "তমলুক তথা জেলা থেকে ফুটবল সহ অন্যান্য খেলায় রাজ্য জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছে। কিন্তু জেলায় সেভাবে ক্রিকেট প্রতিভা উঠে আসেনি। এটা খুব আনন্দের, তমলুকে একটি উন্নতমানের ক্রিকেট অ্যাকাডেমির সূচনা হল।" ক্রিকেট অ্যাকাডেমির সেক্রেটারি জিতু হালদার জানিয়েছেন, "তমলুক থেকে বা জেলা থেকে কলকাতার কোন অ্যাকাডেমিতে ক্রিকেট প্রশিক্ষণ নিতে যাওয়ার যাতায়াত অনেক সময় সাপেক্ষ ও পরিশ্রমের। কলকাতার অ্যাকাডেমিতে অনেকে ভর্তি হওয়ার পরেও সময়ের অভাবে ছেড়ে দেয়। তমলুকের এই অ্যাকাডেমিতে সময় বাঁচবে। সিএবি এর প্রশিক্ষক এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দিতে আসবে। অন্যান্য খুদে ক্রিকেটার এর পাশাপাশি, প্রতিভাবান দুস্থ পরিবারের খুদে ক্রিকেটারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।"
view comments
বাংলা খবর/ খবর/Local News/
East Medinipur News- জেলার ক্রিকেট প্রতিভাদের তুলে আনতে তমলুকে ক্রিকেট অ্যাকাডেমি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement