East Medinipur News- স্বস্তির নিঃশ্বাস পরিবারের সদস্যদের, বাড়ি ফিরল ইউক্রেনের ডাক্তারি পড়ুয়া ছাত্র 

Last Updated:

সব্যসাচী ২০১৭ সালে গিয়েছিল ডাক্তারি পড়তে। কিন্তু হঠাৎ করেই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আটকে পরেছিল সে

+
ইউক্রেনে

ইউক্রেনে ডাক্তারি পড়ুয়া ছাত্র সব্যসাচী পাঁজা

#তমলুক: অবশেষে সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটল পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গীনি ব্লকের খারুই গ্রামের পাঁজা পরিবারের (East Medinipur News)। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ৪ মার্চ শুক্রবার রাত ২ টা নাগাদ বাড়ি পৌঁছাল খারুই গ্ৰামের ডাক্তারি পড়তে যাওয়া ছেলে সব্যসাচী পাঁজা (২৫)। সব্যসাচী ইউক্রেনের রুবজনির লুহানস্কে স্টেট মেডিক্যাল ইউনিভারসিটির কলেজের ছাত্র। ২০১৭ সালে গিয়েছিল ডাক্তারি পড়তে। কিন্তু হঠাৎ করেই ইউক্রেন ও রাশিয়ার মাঝে বাঁধে যুদ্ধ। সেই যুদ্ধ কে উপেক্ষা করেই শত কষ্টে এক মার্চ মঙ্গলবার রাত ৩ টে নাগাদ ট্রেনে করে চলে যায় পোল‍্যান্ডে। তারপর ভারতীয় দূতাবাসের একটি প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছিল সব‍্যসাচী (East Medinipur News)। সঙ্গে ছিল আরো কিছু ভারতীয় বন্ধুরা।
advertisement
৩ মার্চ বৃহস্পতিবার ওই দেশের সময় বিকেল ৩.১০ নাগাদ প্লেনে চাপে সে। দিল্লিতে নামে সব‍্য্যসাচী শুক্রবার সকাল ৭ টা নাগাদ। এরপর পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে নিয়ে যায়। পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিস থেকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয় তাকে। এই মুহুর্তে আনন্দের পরিস্থিতি পাঁজা পরিবারে (East Medinipur News)। খুশি সব্যসাচীর বাবা মা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও যাবে ডাক্তারি পড়তে ইউক্রেনে জানায় সব‍্যসাচী। সব্যসাচীর বাবা গদাধর পাঁজা এবং সব‍্যসাচী কাতর অনুরোধ রাখে ভারত সরকারে কাছে, আরো যারা এখনও আটকে আছে তাদের ও যেন খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
East Medinipur News- স্বস্তির নিঃশ্বাস পরিবারের সদস্যদের, বাড়ি ফিরল ইউক্রেনের ডাক্তারি পড়ুয়া ছাত্র 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement