East Bardhaman News- কালনায় অভিনব কায়দায় ফুটবল খেলতে খেলতে প্রচার প্রার্থীর

Last Updated:

কালনা ১০ নম্বর ওয়ার্ডে পুর ভোটের প্রচারে অভিনবত্ব। প্রার্থীর সঙ্গে দলের মহিলারা প্রচারে নেমে খেললেন ফুটবল

+
title=

#পূর্ব বর্ধমান: অভিনব কায়দায় ফুটবল খেলতে খেলতে ভোটের প্রচার।পূর্ব বর্ধমান জেলার কালনা ১০ নম্বর ওয়ার্ডে পুরসভা ভোটকে কেন্দ্র করে তৃণমূলের প্রার্থী অনিল বসুর সমর্থনে অভিনব কায়দায় মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা করলেন প্রচার। রাস্তায় ফুটবল খেলতে খেলতে প্রচার করলেন তাঁরা। প্রায় শতাধিক মহিলা কালনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনিল বসুর সমর্থনে পা মেলান এদিন। বাংলার মুখ্যমন্ত্রীর মহিলাদের উন্নয়নের জোয়ারে মহিলারা খুব খুশি। তাই তারা উন্নয়নের খেলা খেলতে খেলতে প্রচারের পা মিলিয়েছে ,বললেন প্রচারে সামিল মহিলারা। এদিন শুধু মহিলারাই নয়, প্রার্থী অনিল বসুও রাস্তায় ফুটবল খেলতে খেলতে করলেন প্রচার। এদিন এলাকার মানুষদের সমস্যার কথাও শোনেন প্রার্থী অনিল বসু। প্রার্থী অনিল বসু বলেন, ২০২২ এর পুরসভা ভোটে কালনা পুরসভার ১৮ টি ওয়ার্ডে উন্নয়নের খেলা হবে। তাই এভাবে ফুটবল খেলতে খেলতে প্রচার হল।
উল্লেখ্য, সামনেই পুর সভার ভোট জেলায়। আগামী ২৭ তারিখ হবে ভোট। ইতিমধ্যেই যা নিয়ে নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল । জোরকদমে চলছে প্রচার পর্ব। সমস্ত প্রার্থীই নিজেদেরকে অন্য দল থেকে আলাদা করতে প্রচারে রাখছেন অভিনবত্ব। কেউ ফুটবল খেলতে খেলতে, তো কেউ বাড়ির ছোট্ট শিশুটিকে নিয়েই বেরিয়ে পড়ছেন প্রচারে। এভাবেই অভিনবত্ব রাখছেন প্রার্থীরা। ভোট বাক্স ভরাতে তৎপর সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
East Bardhaman News- কালনায় অভিনব কায়দায় ফুটবল খেলতে খেলতে প্রচার প্রার্থীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement