Coronavirus India Update : পয়লা এপ্রিলের পর সর্বনিম্ন সংক্রমণ গ্রাফ! একদিনে দেশে করোনা আক্রান্ত ৮০,৮৩৪
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
গত ২ মাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন (Lowest after April)। ফলে দেশে মোট করোনা আক্রান্তের (Coronavirus daily cases) সংখ্যা বেড়ে হল ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯। এদিকে মৃতের সংখ্যা (Coronavirus Death) বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭০ হাজার ৩৮৪-তে।
গত ২৪ ঘণ্টায় করোনার জেরে, ৩৩০৩ জন আক্রান্ত হয়ে মারা যান। ফলে করোনায় মৃতের সংখ্যা ফের একবার উদ্বেগে রাখতে শুরু করেছে দেশকে। করোনার জেরে আপাতত মৃতের সংখ্যা দেশে মোট ৩ লাখ, ৭০ হাজার, ৩৮৪ জন। প্রসঙ্গত, মৃতের সংখ্যার অঙ্ক নিয়ে গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে বহু ধরনের বিতর্ক দানা বাঁধে। কখনও বিহারে মৃতের সংখ্য়া তো কখনও মধ্যপ্রদেশে মৃতের সংখ্যার গড়মিল বেরিয়ে পড়ায় সংখ্যার তারতম্য চোখে পরে উল্লেখযোগ্যভাবে। সব মিলিয়ে রীতিমতো ভাবাচ্ছে করোনার মৃত্যুর পরিসংখ্যান।
advertisement
অন্যদিকে অনেকটাই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এককালে করোনার দ্বিতীয় স্রোতের জেরে যেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা কয়েক সপ্তাহ আগে পর্যন্তও ছিল ৪০ লাখের ঘরে, সেখানে এদিন করোনায় অ্যাক্টিভ কেস ১০,২৬,১৫৯ এর ঘরে পৌঁছায়। দৈনিক পজিটিভিটি হার ৪.২৫ শতাংশের নিচে রয়েছে। টানা ২০ দিন এই হার দশ শতাংশের কম। এদিকে গত ২৪ ঘণ্টয় দেশে সুস্থতার হার ৯৫.২৬ শতাংশ। একদিনে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন। সুস্থতার পথে এগোচ্ছে দেশ। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯। এখনও পর্যন্ত ২৫ কোটি ৩১ লক্ষ ৯৫ হাজার 48৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে।
advertisement
advertisement
করোনার জেরে গত দেড় মাসে দৈনিক আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ৪ লাখের গণ্ডি পর্যন্ত চলে যায়। পরবর্তীকালে গত কয়েকদিনে সেই সংখ্যা নামতে শুরু করে। এমন পরিস্থিতিতে গত ৭১ দিনের নিরিখে এদিন সবচেয়ে নিচে নেমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনাজয়ীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ১,৩২,০৬২ জন। এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবায় প্রাণ হারিয়েছেন ৭১৯ জন চিকিৎসক। শনিবারই এই তথ্য প্রকাশ করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
view commentsLocation :
First Published :
June 13, 2021 11:58 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
Coronavirus India Update : পয়লা এপ্রিলের পর সর্বনিম্ন সংক্রমণ গ্রাফ! একদিনে দেশে করোনা আক্রান্ত ৮০,৮৩৪