Bengal News| Bardhaman| ভেজাল মবিল ! বিশেষ অভিযান বর্ধমান পুলিশের
- Published by:Piya Banerjee
Last Updated:
Bengal News| Bardhaman| সরষের তেলের পর এবার নকল মবিলের বিরুদ্ধে অভিযান।
#পূর্ব বর্ধমান: সরষের তেলের পর এবার নকল মবিলের বিরূদ্ধে অভিযান পূর্ব বর্ধমানে। চলতি সপ্তাহেই জেলায় অভিযান চলে বর্ধমানের (Bardhaman) লাকুর্ডির একটি সরষের তেলের গোডাউনে। উদ্ধার হয় ১২৭ টি সরষের তেলের টিন। যেগুলির কোনও নথি পাওয়া যায় নি। এরপর এদিন নকল মবিলের বিরুদ্ধে অভিযান চালায় জেলা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। রায়না থানার বাঁকুড়া মোড় এলাকায় একটি পেট্রোলিয়াম জাত দোকানে অভিযান চালিয়ে উদ্ধার প্রায় ১৩০ টি মবিলের জার। আটক এক ব্যক্তি। সব অভিযোগ স্বীকার করে নিয়েছে আটক ব্যক্তি বলে খবর।
গোপন সূত্রে খবর পেয়ে রায়না থানার (Rayna police station) বাঁকুড়া মোড় এলাকায় পেট্রোলিয়ামের জাত দোকানে অভিযান চালায় রায়না থানার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। প্রায় ১৩০ লিটার নকল মবিল বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। ঘটনায় দোকানের মালিককে আটক করে পুলিশপুলিশ সূত্রে খবর, মবিলের সঙ্গে ভেজাল উপকরণ মিশিয়ে নামী কোম্পানির প্লাস্টিকের জারে ভরে নতুন লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করা হত। এই খবর গোপন সূত্র মারফত কানে আসতেই হানা দেন দোকানে। এরপরই সেখান থেকে উদ্ধার হয় প্রায় ১৩০ মোবিলের (Mobil) জার।
advertisement
ডি.ই. বি আধিকারিক জুলফিকার আলি বলেন, "ওই দোকান থেকে তিন টি ১৫ লিটার, তিন টি ১০লিটার, পাঁচ টি পাঁচ লিটার ও এক লিটারের ২০ টি মবিল ভর্তি প্লাস্টিকের জার বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকমাস ধরে নকল মবিল বিক্রি করা হচ্ছিল বাঁকুড়া মোড়ের এই দোকান থেকে। একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি স্বীকার করে নিয়েছেন সব অভিযোগ। ঘটনার তদন্ত চলছে। "
advertisement
advertisement
এভাবে লাগাতার অভিযান চলছে পূর্ব বর্ধমান (East Bardhaman) জেলা জুড়ে। সরষের তেলের পর এবার মবিলের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশের আধিকারিকরা। আগামীতেও এরকম অভিযান চলবে বলে জানান জেলা পুলিশ আধিকারিকরা। এই সাফল্যে যেমন খুশি প্রশাসনিক আধিকারিকরা। তেমনই এই লাগাতার প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন বর্ধমানবাসী।
Malobika Biswas
Location :
First Published :
September 09, 2021 9:14 PM IST