Swasthya Sathi Card|| মেলেনি স্বাস্থ্যসাথীর পরিষেবা, বিনা চিকিৎসায় পড়ে পরিবারের একমাত্র উপার্জনকারী

Last Updated:

Swasthya Sathi Card: মহিলার আঘাতের জায়গায় ড্রেসিং চললেও অপারেশন করাতেই হবে বলে জানিয়ে দেয় চিকিৎসকরা।

স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা না মেলায় শয্যাশায়ী কৃষ্ণা দেবী।
স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা না মেলায় শয্যাশায়ী কৃষ্ণা দেবী।
#বারাসাত: ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগেই বাংলার মানুষদের জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করেছিলেন। এই শাস্তির মাধ্যমে পরিবারের সদস্যদের পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে করা যাবে। তবে মাঝেমধ্যেই দেখা গেছে স্বাস্থ্য সাথী কার্ড এর পরিষেবার না মেলায় হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে রোগীর পরিবারদের। তবে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড বাতিল করলেই সেই হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড নিতে অমান্য করছে। ঠিক এমনই এক চিত্র দেখা গেল উত্তর ২৪ পরগনার কাশিমপুর এলাকায়।
স্বাস্থ্য সাথী থেকে পাওয়া যাচ্ছে না পরিষেবা। কাশিমপুর অঞ্চলের দেবীপুর এলাকার দুর্ঘটনায় আহত হন এক মহিলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আবেদন, তিনি যেন এই পরিবারকে সাহায্য করেন চিকিৎসার জন্য। গত ২৬ অক্টোবর নেতাজি পল্লী এলাকায় দুর্ঘটনা ঘটে কৃষ্ণা হালদার বয়স ৩৯ বছর, সাইকেল করে কাজে যাচ্ছিলেন। সেই পিছন থেকে আসা একটি দশ চাকার গাড়ি তাকে ধাক্কা মারে। গুরুতর আহত হয় কৃষ্ণা দেবী। তার কোমরে চোট লাগে। এরপর প্রথমে তাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে কলকাতা এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সবকিছু দেখার পর অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসক।
advertisement
কিন্তু বেডের অভাবে তাকে হাসপাতালে রাখা সম্ভব হয়নি। তারপর পরিবারের তরফ থেকে কৃষ্ণা দেবী কে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়। লক্ষাধিক টাকা খরচ করে অপারেশন করা হয় তার। কিন্তু চিকিৎসা খরচ স্বাস্থ্য সাথী কার্ড দেখালে হাসপাতালে কর্তৃপক্ষের তরফ থেকে তা বাতিল করে দেওয়া হয়। এরপর প্লাস্টিক সার্জারি করার কথা বলে দেওয়া হাসপাতাল থেকে। সেই থেকে এই হাসপাতাল ও হাসপাতালে ঘুরে বেড়ায় পরিবার কিন্তু কোথাও স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ পরিবারে। মহিলার আঘাতের জায়গায় ড্রেসিং চললেও অপারেশন করাতেই হবে বলে জানিয়ে দেয় চিকিৎসকরা।
advertisement
advertisement
বর্তমানে কৃষ্ণা দেবীর ক্ষত জায়গায় পোকা হয়ে গেছে কিন্তু বেসরকারি জায়গায় সেই খরচ বহন করার মত ক্ষমতা নেই পরিবারের। পরিবারের একমাত্র উপার্জনের ভরসা ছিল কৃষ্ণা দেবী। আজ চিকিৎসার অভাবে বিছানায় শয্যাশায়ী তিনি। এই অবস্থায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় একটি ক্লাব। কৃষ্ণা হালদারের অবস্থাও সংকটজনক। অবশেষে পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রী কাছে আবেদন তিনি যেন পরিবারটিকে সহযোগিতা করে। পরিবারের আয় করত একমাত্র কৃষ্ণা হালদার। আজ সেই বিছানায় শয্যাশায়ী। স্থানীয় বিধায়ক থেকে নেতৃত্ব সবাইকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান পরিবার কিন্তু এখনো কোন সুরাহা মেলেনি।
advertisement
রাতুল ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Swasthya Sathi Card|| মেলেনি স্বাস্থ্যসাথীর পরিষেবা, বিনা চিকিৎসায় পড়ে পরিবারের একমাত্র উপার্জনকারী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement