North 24 Parganas News- শ্যামনগরে পৌষ কালী পুজোর পোস্টারে পৌর প্রশাসকের বদলে অন্যজনের নাম
Last Updated:
গারুলিয়া পৌরসভার ১ এক নম্বর ওয়ার্ডে অন্তর্গত পৌষ কালী পূজার ব্যানার ঘিরে রাজনৈতিক চাপানউতোর ছড়াল শ্যামনগর ফিডার রোড এলাকায়।
রাতুল ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা : শ্যামনগরে পৌষ কালী পুজোর পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর (North 24 Parganas News)। গারুলিয়া পৌরসভার ১ এক নম্বর ওয়ার্ডে অন্তর্গত, পৌষ কালী পুজোর ব্যানার ঘিরে রাজনৈতিক চাপানউতোর ছড়ালো শ্যামনগর ফিডার রোড এলাকায়। পৌষ কালী পূজার ব্যানারে পৌর প্রশাসক এর বদলে নাম অন্যজনের। কিন্তু কেন? এই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়েছে গারুলিয়া পৌরসভা এলাকায়।
নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক তথা গারুলিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুনীল সিং জানান, একের অধিক পৌর প্রশাসক রয়েছে গারুলিয়া পৌরসভাতে। তিনি আরও বলেন, হঠাৎই হয়তো গারুলিয়া পৌরসভার বর্তমান পৌর প্রশাসক রমেন দাসকে পরিবর্তন করে, তার জায়গায় এক নম্বর ওয়ার্ডের বিদায় পৌর মাতা তথা বর্তমান গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য অনন্যা সাহা কে, তার জায়গায় বসানো হয়েছে। সেই কারণেই পৌষ কালী পূজার ব্যানারে অনন্যা সাহা নামের পাশে পৌর প্রশাসক পদাধিকার বসানো হয়েছে (North 24 Parganas News)।
advertisement
এই বিষয় নিয়ে বলতে গিয়ে গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক রমেন দাস জানান, হয়তো ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে এই ভুল করেছেন পৌর প্রশাসক মন্ডলীর সদস্য অনন্যা সাহা। তিনি আরও জানান, এই সম্পূর্ণ ঘটনা দলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক-এর কাছে জানানো হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকে, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে কি কারণে এমন ভুল হল তা খতিয়ে দেখা হবে। অপরদিকে গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত জানান, এই ঘটনা সম্পূর্ণ অন্যায় ভাবে করা হয়েছে। পৌর প্রশাসক কোনদিন ২ টো হয়না। এই ঘটনা আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো। হয়তো ভুলবশত এমন ঘটনা ঘটে থাকতে পারে (North 24 Parganas News)। আগামী কিছুদিনের মধ্যেই হবে পৌষ কালী পুজো। তার ঠিক আগে এমন ঘটনায় রীতিমতো রাজনৈতিক তরজা তৈরি হয়েছে শ্যামনগরে।
advertisement
Location :
First Published :
December 21, 2021 10:07 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News- শ্যামনগরে পৌষ কালী পুজোর পোস্টারে পৌর প্রশাসকের বদলে অন্যজনের নাম