Bongaon News| Bengali News: দু'বছর পর মিলল মেয়ের ঠিকানা ! বনগাঁ থেকে বিহারে ফিরলেন মানসিক ভারসাম্যহীন মহিলা

Last Updated:

Bongaon News| Bengali News: গুগলের সাহায্যে মানসিক ভারসাম্যহীন মহিলার পরিবারের খোঁজ শুরু করে ব্যবসায়ীরা। প্রায় দু বছরের প্রচেষ্টায় খোঁজ মেলে পরিবারের।

#বনগাঁ : আবারও এক মানবিক নজির বনগাঁয় (Bongaon) । ‌ মানসিক  ভারসাম্যহীন এক মহিলাকে তাঁর মেয়ে জামাইয়ের হাতে তুলে দিল বনগাঁ (Bongaon) পেট্রাপোলের ব্যবসায়ীরা। মানসিক ভারসাম্যহীন অসঙ্গতিপূর্ণ কথার সূত্র ধরে ঘরে ফিরলেন মহিলা।
উত্তর ২৪ পরগনার (North 24 parganas)  বনগাঁর পেট্রাপোল এলাকায় রাস্তার উপরে দিন যাপন করতেন ভারসাম্যহীন এক মহিলা। মহিলার নাম লক্ষ্মীদেবী। এলাকার ব্যবসায়ীরাই তাঁকে খাবারের জন্য অর্থ সাহায্য করত। একদিন সেই ভারসাম্যহীন মহিলাকে জিজ্ঞেস করা হয় তাঁর বাড়ি কোথায় এবং কে আছে তাঁর পরিবারের? সেই সময় সেই মহিলা আপন মনে বলে ফেলে সমস্তিপুর।
advertisement
তারপর গুগলের (Google) সাহায্যে মানসিক ভারসাম্যহীন মহিলার পরিবারের খোঁজ শুরু করে ব্যবসায়ীরা। অনেক চেষ্টা করার পরেও খোঁজ পাওয়া যায়নি ওই মহিলার পরিবারের। কবে কথায় আছে চেষ্টার ফল বিফলে যায় না। প্রায় দুই বছরের প্রচেষ্টায় খোঁজ পায় তাঁর পরিবারের।
advertisement
বিহারের (Bihar)  পীরপাইতি থানায় খবর পাঠানো হয়। মানসিক ভারসাম্যহীন মহিলার পরিবার থেকে তার মেয়ে পূজা দেবী ও জামাই শঙ্কর রজক এদিন বনগাঁর পেট্রাপোলে এসে পৌঁছায় লক্ষ্মী দেবীকে নিয়ে যাওয়ার জন্য। মেয়েকে কাছে পেয়ে হাতছাড়া করতে নারাজ মানসিক ভারসাম্যহীন মহিলা।
advertisement
বিহারের (Bihar) ভাগলপুর জেলার নগাছিয়া গ্রামের মানসিক ভারসাম্যহীন মহিলা লক্ষ্মী দেবী দু'বছর আগে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও পরিবার খোঁজ পায়নি লক্ষ্মী দেবীর। কিভাবে তিনি বিহার থেকে পশ্চিমবঙ্গের বনগাঁ এসে পৌঁছলেন তা জানার চেষ্টা করা হচ্ছে।
পেট্রাপোলের ব্যবসায়ী মোহন হালদার জানান, দুই বছরের প্রচেষ্টায় মেয়ের হাতে মা কে তুলে দিতে পেরে খুশি তাঁরা। আগামী দিনে এমন যদি কোনও ঘটনা ঘটে তারা আবারো এগিয়ে আসবে বলেও জানায়। মানসিক ভারসাম্যহীন মহিলার (mentally disbalanced woman)   জামাই শঙ্কর রজক জানিয়েছেন, এই এলাকার মানুষের কাজে আমরা খুশি , তাঁদেরকে ধন্যবাদ জানাই। পরিবারের কাছের মানুষকে খুঁজে পেয়ে আমরা কৃতজ্ঞ তাঁদের কাছে।
advertisement
রাতুল ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bongaon News| Bengali News: দু'বছর পর মিলল মেয়ের ঠিকানা ! বনগাঁ থেকে বিহারে ফিরলেন মানসিক ভারসাম্যহীন মহিলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement