Bengal News| Ashoknagar: শিক্ষারত্ন সম্মানে ভূষিত হতে চলেছেন অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক শ্রী মনোজ ঘোষ

Last Updated:

Bengal News| Ashoknagar: তাঁর এই কৃতিত্বের তিনি যোগ্য সম্মান পেতে চলেছেন আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন তিনি।

#উত্তর ২৪ পরগনা : এক সময় ছিল জরাজীর্ণ স্কুল। হাতেগোনা কয়েকজন ছাত্র ছাত্রী। পরিকাঠামোর দিক থেকে অনেকটাই পিছনে ছিল অশোকনগর(Ashoknagar) বিদ্যাসাগর বাণী ভবন স্কুল। তবে কয়েকবছরের ব্যবধানে আমূল পরিবর্তন হয়েছে স্কুলের। পরিকাঠামো থেকে শুরু করে শিক্ষা প্রতিটা ক্ষেত্রেই অনেকটাই এগিয়ে এসেছে অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুল। অশোকনগর এলাকার প্রথম সারির স্কুলের সঙ্গে প্রতিযোগিতা যেমন করছে তেমনি স্কুলের ছাত্র ছাত্রীরা শিক্ষাগত পরিকাঠামো অংশ নিচ্ছে। আর এই সমস্ত কিছুর পিছনে রয়েছে এই স্কুলের প্রধান শিক্ষক শ্রী মনোজ ঘোষের।
স্কুলে ঢুকলেই দেখা যাবে বিভিন্ন রকমের গাছ দিয়ে মোড়া স্কুলের প্রাঙ্গণ। রয়েছে নাট্যমঞ্চ। বিভিন্ন মনীষীদের ছবি স্কুলের দেওয়ালে ভরা। দেওয়াল জুড়ে রয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য। এমনকি স্কুলের সিঁড়িতেও রয়েছে শিক্ষার পাঠ। ট্রেনের কামরার ধাঁচে সাজিয়ে তোলা হয়েছে ক্লাসরুম। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা জেলার শিক্ষা দপ্তরের বিভিন্ন বিভাগে সেরার শিরোপা অর্জন করে নিয়েছে অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুল। ২০০৫ সালে যোগদান প্রধান শিক্ষক মনোজ ঘোষ এর। সেই সময় ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল মাত্র ৩৭ জন। আজ তা গিয়ে দাঁড়িয়েছে ১১৫০ জনে। শিক্ষাগত পরিকাঠামো থেকে শুরু করে গঠনমূলকভাবে আমূল পরিবর্তন এসেছে এই স্কুলের তাতেই খুশি ছাত্র-ছাত্রী (Students) থেকে অভিভাবকেরা। এই সবকিছুর পেছনে যার অবদান তিনি হলেন প্রধান শিক্ষক মনোজ ঘোষ।
advertisement
এমনকি করোনাকালে বিভিন্ন দুস্থ ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় শিক্ষা প্রদান থেকে শুরু করে শিক্ষাসামগ্রীও হাতে তুলে দিয়েছেন তিনি। শুধুমাত্র শিক্ষা প্রদানই নয় ব্যক্তি হিসেবে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হতে হবে তারও পাট দিয়েছেন তিনি। তার এই কৃতিত্বের তিনি যোগ্য সম্মান পেতে চলেছেন আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের (Teachers Day) দিন। রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হতে চলেছেন তিনি। কিছুদিন আগেই মেল মারফত এই খবরটি এসে পৌঁছায় মনোজ বাবুর কাছে আর তাতেই খুশি ছোঁয়া অশোকনগর জুড়ে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা তারই কৃতিত্বে বড়ই খুশি। আগামী দিনে আরও এভাবেই এগিয়ে যাক তিনি তারি কামনায় ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা।
advertisement
advertisement
রাতুল ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Ashoknagar: শিক্ষারত্ন সম্মানে ভূষিত হতে চলেছেন অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক শ্রী মনোজ ঘোষ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement