North 24 Parganas News- সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষিকা
Last Updated:
ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার চারঘাট এলাকায়
#উত্তর ২৪ পরগনা: সবুজ সাথী সাইকেল বিক্রির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষিকা সহ একজন। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার চারঘাট এলাকায়। এদিন বেশ কয়েকটি সবুজ সাথীর সাইকেল একজন ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, ভ্যানকে তাড়া করে আটক করে তারা। ভ্যান চালক কে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করলে, সে জানায়, ওই সাইকেল গুলো কিনে নিয়ে যাচ্ছে। তারপর চারঘাট পুলিশের হাতে তুলে দেওয়া হয় আটক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আটটি সবুজ সাথী সাইকেল থানায় জমা রাখা হয়েছে। চারঘাট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস সহ ভ্যানচালক কে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ।
Location :
First Published :
February 09, 2022 9:08 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News- সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষিকা