North 24 Parganas News- বাস চালকের উপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার অভিযোগ আরেক বাসের চালকের বিরুদ্ধে

Last Updated:

এই ঘটনায় মৃত্যু হয় একজনের

+
ঘটনায়

ঘটনায় উত্তেজনা এলাকায়

#উত্তর ২৪ পরগনা: দুই বাস চালকের মধ্যে বচসা। বচসা ধীরে ধীরে গন্ডোগোলে পরিণত হয়। রাগারাগী এমন পর্যায়ে গেল যে, এক বাস চালক আর এক চালকের উপর দিয়ে বাস চালিয়ে দিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাস চালকের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাসত এলাকার ময়না অঞ্চলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাস চালক পলাতক। ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে বারসত থানার পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, কলকাতা বহরমপুর রুটের বাস বারাসত ময়না চেকপোস্ট এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এসে দেখে বাসের টায়ার পাঞ্চার হয়ে গেছে। সেই সময় বাস থামিয়ে টায়ার চেঞ্জ করার সময় বাস থেকে যাত্রীরা রাস্তায় নেমে আসে। সেই সময় এই রাস্তা দিয়ে একটি কলকাতা করিমপুর বাস এলে অনেক যাত্রী সেই বাসে উঠতে থাকে। আর এই ঘটনার সূত্র ধরে এরপর দুই বাস চালকের মধ্যে শুরু হয় তুমুল বচসা। এরপর জেদ করে করিমপুর রুটের বাসের সামনে চ্যালেঞ্জ জানিয়ে দাঁড়িয়ে পরে বহরমপুর রুটের বাস চালক।
অভিযোগ, এরপর কোন কথা না বলে আচমকাই করিমপুর রুটের বাস চালক গাড়ি চালিয়ে দেয় বহরমপুর রুটের বাস চালকের উপর দিয়ে। বাস না দাঁড় করিয়ে সোজা চলে যেতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় দাঁড়িয়ে থাকা বাস চালকের। পরবর্তীতে বারাসত থানার পুলিশে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে অভিযুক্ত বাস চালককে ধরা এখনও সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ময়না চেকপোস্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গোটা ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News- বাস চালকের উপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার অভিযোগ আরেক বাসের চালকের বিরুদ্ধে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement