Durga puja travel: : বল্লাল ঢিপি ! পুজোতে যান রাজা বল্লাল সেনের ঢিপি দেখতে

Last Updated:

Durga puja travel: সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসুরি ছিলেন বল্লাল সেন

বল্লাল ঢিপি
বল্লাল ঢিপি
#নদিয়া: প্রায় ৮০০ বছরের পুরনো বল্লাল ঢিপি নদীয়া জেলার বামন পুকুর বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত(Durga puja travel)। বামন পুকুর বাজারে বিখ্যাত চাঁদ এর সমাধিস্থল থেকে মিনিট পাঁচেক উত্তর-পশ্চিম বরাবর হাঁটলেই দেখা যাবে সুবিশালাকার বল্লাল সেনের ঢিপি।
পাশেই রয়েছে একটি গোরস্থান। অনুমান করা হয় এই ঢিপির (Durga puja travel)নিচেই প্রাচীন আমলের ছিল বল্লাল সেনের নির্মিত প্রাসাদ। তবে বর্তমানে এটি পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে সংরক্ষিত করা হয়েছে। বল্লাল ঢিপি প্রায় ৪০০ ফুট লম্বা ও ২৫ থেকে ৩০ ফুট এর উচ্চতা। দূর থেকে দেখলে একটি সবুজ ঘাসে আবৃত পাহাড়ের মত দেখায় এই ঢিপি।
advertisement
বল্লাল সেনের ইতিহাস:
advertisement
বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় নৃপতি(Durga puja travel)। এগারোশো ১১৬০ থেকে ১১৭৯ সাল পর্যন্ত সেন বংশে রাজত্ব করেছিলেন তিনি। সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসূরি ছিলেন বল্লাল সেন। শোনা যায় তিনি তার রাজত্বকালে তার সম্রাজ্য বহুদূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন। বরেন্দ্রভূমি, রাঢ়, বঙ্গ, মিথিলা ইত্যাদি আরো অনেক অঞ্চল ছিল তার অধীনস্থ। সেই সমস্ত পুরনো ইতিহাস আজও কিছুটা মনে করিয়ে দেবে আপনাকে বললাম ঢিপিতে গেলে।
advertisement
কিভাবে আসবেন: 
কলকাতা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে প্রাইভেট গাড়িতে চলে আসতে হবে ধুবুলিয়ায়। ধুবুলিয়া ঢোকার ঠিক আগেই বাঁদিকে(Durga puja travel) মায়াপুরের রাস্তা চলে যাচ্ছে। সেই রাস্তা দিয়েই সোজা চলে যেতে হবে বামন পুকুর বল্লাল সেনের ঢিপি।
এছাড়াও প্রয়োজনে ফোনে ম্যাপের সাহায্য নিতে পারেন। ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদহ স্টেশন থেকে লালগোলাগামী(Durga puja travel) যে কোনো ট্রেনে উঠে নেমে পড়তে হবে ধুবুলিয়ায়। সেখান থেকে রয়েছে বাস। বাসে করে যেতে হবে বামন পুকুর বাজার। সেখান থেকে মিনিট পাঁচেক হাঁটাপথে পৌঁছে যেতে পারবেন বল্লাল সেনের ঢিপিতে।
advertisement
থাকা খাওয়ার ব্যবস্থা:
বামন পুকুর গ্রামের এক প্রান্তে অবস্থিত হলে থাকা খাওয়ার (Durga puja travel)সু-ব্যবস্থা তেমন ভাবে নেই। তবে মিনিট পনেরো এগিয়ে আসলে মায়াপুর সংলগ্ন হোটেলে অনায়াসেই থাকা-খাওয়া এবং গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Durga puja travel: : বল্লাল ঢিপি ! পুজোতে যান রাজা বল্লাল সেনের ঢিপি দেখতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement