Bengal news| নবদ্বীপের গৌড়িও বৈষ্ণব সমাজের উদ্যোগে করা হল ভ্যাক্সিনেশন ক্যাম্প
- Published by:Piya Banerjee
Last Updated:
Bengal news| বৈষ্ণব সমাজের সাথে যুক্ত ১২০ জন পুজারী ও ভক্তবৃন্দদের মধ্যে কোভিড টিকা প্রদান করা হয়
#নদিয়া: কোভিড মহামারীতে (corona virus) আচ্ছন্ন গোটা দেশ তথা পৃথিবী। দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের ফলে সরকার থেকে করা হয়েছিল লকডাউন। সংক্রমণের হার কিছুটা কমার ফলে বিধি-নিষেধও কমে গিয়েছে অনেকটাই। দোকানপাট বাজার হাট সবই খুলে গিয়েছে। খুলে গিয়েছে সরকারি-বেসরকারি বাস এবং শহরতলীর মেট্রোরেলও। তবে স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া চলছে না এখনো পর্যন্ত লোকাল ট্রেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিও বন্ধ রয়েছে প্রায় বছর দুয়েক ধরে। সরকার থেকে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চলছে জোড়কদমে। বিশেষজ্ঞরা বলছেন গোটা বিশ্বে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত মানুষকে ভ্যাকসিনের (vaccine) আওতায় নিয়ে আসতে হবে, তাহলেই করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
সেই কারণে গোটা রাজ্যের সমস্ত জেলার বিভিন্ন অঞ্চলে চলছে ভ্যাক্সিনেশন (vaccine)প্রক্রিয়া। তঠিক তেমনই নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের উদ্যোগে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো ধামেশ্বর মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে। নবদ্বীপ শ্রীচৈতন্য মহাপ্রভুর দেশ। মঠ মন্দিরে ঘেরা এই জায়গায় ভক্তির আবেগ জড়িয়ে রয়েছে প্রতিটি মানুষের মনে। তবে ধর্ম ও বিজ্ঞানের এক অভিনব মেলবন্ধন দেখা গেল নবদ্বীপে। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের উদ্যোগে ও নবদ্বীপ পৌরসভার সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মহাপ্রভু পাড়া এলাকায় ধামেশ্বর মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প।
advertisement
এই দিনের ক্যাম্প(vaccine) থেকে মূলত নবদ্বীপ শহরের অভ্যন্তরে বিভিন্ন মঠ-মন্দিরে আশ্রিত সাধুসন্তগন সহ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সাথে যুক্ত ১২০ জন পূজারী ও ভক্তবৃন্দদের মধ্যে কোভিড টিকা প্রদান করা হয়।এদিনের ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের অন্যান্য প্রতিনিধি ও বিভিন্ন মঠ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা। যতদিন না পর্যন্ত গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রত্যেক ভক্তবৃন্দ ও সাধুসন্তরা ভ্যাকসিন না পারছেন ততদিন পর্যন্ত এই ক্যাম্প চলতে থাকবে বলে এই দিনের ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত হয়ে বলেন নবদ্বীপ পৌরসভা প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। ভ্যাক্সিনেশনের(vaccine) এই কর্মসূচির ফলে খুশি নবদ্বীপের সমস্ত ভক্তবৃন্দেরা।
advertisement
advertisement
মৈনাক দেবনাথ
Location :
First Published :
September 10, 2021 9:58 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Bengal news| নবদ্বীপের গৌড়িও বৈষ্ণব সমাজের উদ্যোগে করা হল ভ্যাক্সিনেশন ক্যাম্প