coronavirus| school reopens | ছাত্রীদের স্কুলে ফেরাতে অভিনব চেষ্টা রানাঘাটের স্কুলের প্রধান শিক্ষিকার

Last Updated:

coronavirus| school reopens | করোনার পরে ছাত্রীদের সারপ্রাইজ দেওয়ার জন্যই তাঁর এই পদক্ষেপ মন কেড়েছে মানুষের।

#নদিয়া: করোনায় (coronavirus) জর্জরিত গোটা বিশ্ব। মহামারীর জেরে মৃত্যু হয়েছে কয়েক লক্ষ মানুষের। আক্রান্ত হয়েছে বহু মানুষ। হাসপাতালে তিল ধারনের জায়গা ছিল না কিছুদিন আগেও। অক্সিজেনের অভাবেও বহু মানুষ মারা গিয়েছে। মহামারী রূখতে সরকার চালু করেছিল লকডাউন। দ্বিতীয় ঢেউ এর রেশ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউ কড়া নাড়ছে। লকডাউন এর জেরে বন্ধ ছিল অফিস-আদালত স্কুল-কলেজ। নিয়ম বিধি মেনে সমস্ত কিছু চালু হলেও স্কুল কলেজ রয়েছে এখনো বন্ধ। তবে শোনা যাচ্ছে পুজোর পরেই চালু হতে পারে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন স্কুল। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে কর্মী সকলেরই ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চলছে।
তবে থেমে থাকেনি পড়াশোনা। ঘরে বসেই অনলাইন ক্লাস (online class) এবং পরীক্ষা চলছিল দু'বছর ধরে। ছাত্র-ছাত্রীরা বছর দুয়েক ধরে স্কুলে না আসার ফলে দুশ্চিন্তায় রয়েছে শিক্ষক শিক্ষিকারাও। তাদের মতে অনলাইন ক্লাসের অভ্যাসের ফলে স্কুলমুখী হবে না অনেক বিদ্যার্থীরাই। সেই কারণেই রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা নিয়েছেন এক অভিনব পদক্ষেপ।স্কুলের প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাস করোনার পর যাতে ছাত্রীরা স্কুলে আসতে আগ্রহী হয়, সেই কারণে অঙ্কন চিত্রের মাধ্যমে শ্রেণিকক্ষকে ভরিয়ে তুলেছেন। তিনি বলেন, " ছাত্রীদের সারপ্রাইজ দেওয়ার জন্য এবং নিজের ভাবনা ও বর্তমান শিক্ষার ওপর ছাত্রীদের আগ্রহ বাড়িয়ে তোলার জন্যই তার এই পদক্ষেপ"। শ্রেণিকক্ষকে বিভিন্ন বিষয় যেমন বাংলা, ভূগোল, ইতিহাস ইত্যাদি বিষয় নিয়ে অঙ্কনের মধ্যে তা ফুটিয়ে তুলেছেন। করোনার জেরে প্রায় দুই বছর বন্ধ রয়েছে স্কুল। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই অঙ্কনের মাধ্যমে স্কুলকে সাজিয়ে তুলেছেন তিনি।
advertisement
ইতিমধ্যে এই বিদ্যালয়ের সাফল্য নদিয়া (Nadia) জেলায় সুনাম অর্জন করেছে। ছাত্রীদের শিক্ষা থেকে শুরু করে নানা ধরণের প্রতিযোগিতা মূলক প্রতিযোগিতায় সাফল্যতা বৃদ্ধি পেয়েছে। প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকা দের প্রচেষ্টায় আজ এই বিদ্যালয় গুটি গুটি পায়ে এগিয়ে চলছে । ছাত্রীদের সু প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিদ্যালয় খোলার পর ছাত্রীদের কাছে বিদ্যালয় নতুন রূপে পরিচিত হবে। পাশাপাশি বিদ্যালয় ও শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে এই বিষয়ে সন্দেহ নেই।
advertisement
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/Local News/
coronavirus| school reopens | ছাত্রীদের স্কুলে ফেরাতে অভিনব চেষ্টা রানাঘাটের স্কুলের প্রধান শিক্ষিকার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement