#নদিয়া: দিনের-পর-দিন জেলায় বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। হাঁসখালির ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। দুঃখ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা নেতৃত্ববৃন্দ। তার পরেও হুঁশ ফেরেনি একাধিক গাড়ি চালক থেকে শুরু করে পথচারীদের (Nadia News)। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ট্রাফিক আইন মানছে না বহু গাড়িচালক। হেলমেট ছাড়া মোটর আরোহী দেখতে পাওয়া যাচ্ছে নিয়মিত, তাছাড়া গাড়িচালকদের সিটবেল্ট না লাগানো, দ্রুত গতি ইত্যাদি লেগেই রয়েছে। ফলে নিত্যদিন বেড়েই চলেছে দুর্ঘটনা। ট্রাফিক আইন না মানলে, পুলিশ মোটা অঙ্কের জরিমানা করলেও সেভাবে হুঁশ ফিরেছে না সাধারণ মানুষের। ফলে মানুষকে সচেতন করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয় শান্তিপুর থানার পক্ষ থেকে। পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করতে এবার এগিয়ে এল প্রশাসন।
উল্লেখ্য, ক্রমশ বাড়ছে পথদুর্ঘটনা। আহত হচ্ছে একাধিক ব্যক্তি, সচেতনতা নেই মানুষের মধ্যে। এবার মানুষকে আরও বেশি করে সচেতন করতে রানাঘাট পুলিশ জেলার নির্দেশ অনুযায়ী শান্তিপুর থানার উদ্যোগে এই সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা প্রচার অভিযান পথনাটিকার মাধ্যমে। তবে পথ দুর্ঘটনা রুখতে প্রশাসন তৎপর হলেও, সাধারণ মানুষের মধ্যে এখনও ফেরেনি সচেতনতা। মানুষ নিজে থেকে সচেতন না হলে, পথদুর্ঘটনা এড়ানো সম্ভব কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে (Nadia News)।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia, Road Safety, Safe drive save life, Santipur