Nadia News- পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করতে এইবার এগিয়ে এল প্রশাসন

Last Updated:

শান্তিপুর শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড় গুলিতে নাট্য দল উড়ানের নাট্য কর্মীদের নিয়ে পথনাটিকার মাধ্যমে সচেতনতা প্রচার শান্তিপুর পুলিশের

পুলিশের উদ্যোগে পথনাটিকার মাধ্যমে চলছে সচেতনতা প্রচার
পুলিশের উদ্যোগে পথনাটিকার মাধ্যমে চলছে সচেতনতা প্রচার
#নদিয়া: দিনের-পর-দিন জেলায় বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। হাঁসখালির ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। দুঃখ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা নেতৃত্ববৃন্দ। তার পরেও হুঁশ ফেরেনি একাধিক গাড়ি চালক থেকে শুরু করে পথচারীদের (Nadia News)। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ট্রাফিক আইন মানছে না বহু গাড়িচালক। হেলমেট ছাড়া মোটর আরোহী দেখতে পাওয়া যাচ্ছে নিয়মিত, তাছাড়া গাড়িচালকদের সিটবেল্ট না লাগানো, দ্রুত গতি ইত্যাদি লেগেই রয়েছে। ফলে নিত্যদিন বেড়েই চলেছে দুর্ঘটনা। ট্রাফিক আইন না মানলে, পুলিশ মোটা অঙ্কের জরিমানা করলেও সেভাবে হুঁশ ফিরেছে না সাধারণ মানুষের। ফলে মানুষকে সচেতন করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয় শান্তিপুর থানার পক্ষ থেকে। পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করতে এবার এগিয়ে এল প্রশাসন।
রানাঘাট পুলিশ জেলার নির্দেশে, পথ দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড় গুলিতে শান্তিপুরের নাট্য দল উড়ানের নাট্য কর্মীদের নিয়ে পথনাটিকার মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা প্রচার অভিযান শান্তিপুর থানার পুলিশের (Nadia News)। শান্তিপুর ডাকঘর মোর, বাইগাছি মোর, স্টেশন সংলগ্ন গোলপার্ক মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিটি পালন করা হয়। উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ, সার্কেল ইন্সপেক্টর গৌরীপ্রসন্ন বন্ধু। এছাড়াও উপস্থিস্ত ছিলেন শান্তিপুর থানার একাধিক কর্মরত পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ার।
advertisement
উল্লেখ্য, ক্রমশ বাড়ছে পথদুর্ঘটনা। আহত হচ্ছে একাধিক ব্যক্তি, সচেতনতা নেই মানুষের মধ্যে। এবার মানুষকে আরও বেশি করে সচেতন করতে রানাঘাট পুলিশ জেলার নির্দেশ অনুযায়ী শান্তিপুর থানার উদ্যোগে এই সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা প্রচার অভিযান পথনাটিকার মাধ্যমে। তবে পথ দুর্ঘটনা রুখতে প্রশাসন তৎপর হলেও, সাধারণ মানুষের মধ্যে এখনও ফেরেনি সচেতনতা। মানুষ নিজে থেকে সচেতন না হলে, পথদুর্ঘটনা এড়ানো সম্ভব কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে (Nadia News)।
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/Local News/
Nadia News- পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করতে এইবার এগিয়ে এল প্রশাসন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement