Viral| মাউথ অর্গানের সুরে বন্দেমাতরম ! ভাইরাল শান্তিপুরের শিশু শিল্পী

Last Updated:

India book of records 2021| গতকালই কুরিয়ারের মাধ্যমে শান্তিপুর কামারপাড়া ঠিকানায় সৌম্যর বাড়িতে আসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট।

#নদিয়া:  বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার (social media)। সোশ্যাল মিডিয়ার জোরে মানুষ এবং তার কাজ ভাইরাল (viral) হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে। প্রত্যন্ত গ্রামের কোন শিল্পীও তার কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ে আসছে প্রচারে। আর হয়ে যাচ্ছে রাতারাতি ভাইরাল।
ঠিক তেমনই মাউথঅর্গানের সুরে বন্দেমাতরম (vandemataram) গেয়ে ভারতের সর্বকনিষ্ঠ হার্মনিকা শিল্পী ভাইরাল। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল শান্তিপুরের কিশোর। কিশোরের এই সাফল্যে খুশি  তার পরিবার সহ আত্মীয় স্বজন। ইতিমধ্যে তার এই সাফল্যে দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা হারমনিকা শিল্পী ডক্টর ববিতা বসু এবং গৌরব দাস সৌমজিৎ এর এই সাফল্যের জন্য শুভেচ্ছা বার্তা পাঠান।
advertisement
advertisement
শান্তিপুর কামার পাড়ার বাসিন্দা উৎপল মণ্ডল পেশায় শাড়ির নক্সা তৈরি করে। সেই উপার্জন থেকেই সংসার চালিয়ে তার ১১ বছর বয়সী ছেলের পড়াশোনা ও যাবতীয় শখ পূরণ করেন। গত এক বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাউথ অর্গানের বিভিন্ন গানের সুর ছড়িয়ে যায়। বাড়িতে বসেই সৌম্যর মা ও বাবা মোবাইলে শাওনের মাউথ অর্গানের সুর শোনে। সেই থেকেই সৌম্যর বাবা ও মায়ের ইচ্ছে জাগে সৌম্য শাওনের কাছ থেকে মাউথ অর্গানের প্রশিক্ষণ নেবে। তারপর যোগাযোগ করে শাওনের সাথে। এক বছরের চেষ্টায় ছোট্ট সৌমজিৎ পৌঁছে যায় ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (India book of records 2021)।
advertisement
গতকালই কুরিয়ারের মাধ্যমে শান্তিপুর কামারপাড়া ঠিকানায় সৌম্যর বাড়িতে আসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট। ছোট্ট সৌম্যর এই সাফল্যে খুশির জোয়ারে মেতে ওঠে সৌমজিৎ এর পরিবার।
এছাড়াও গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার ইচ্ছে প্রকাশ করেন শান্তিপুরের এই ছোট্ট শিশু শিল্পী। ছোট্ট সৌমর মাউথঅর্গানের এর শিক্ষক শাওন পাল বলেন, সে খুবই গর্বিত, যে তার কাছ থেকে মাউথঅর্গানের প্রশিক্ষণ নিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তোলে। তার এই সাফল্যের কারণে শুধু তার পরিবার গর্ববোধ করছে না, গর্ববোধ করছে গোটা শান্তিপুরবাসী।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/Local News/
Viral| মাউথ অর্গানের সুরে বন্দেমাতরম ! ভাইরাল শান্তিপুরের শিশু শিল্পী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement