#নদিয়া: বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার (social media)। সোশ্যাল মিডিয়ার জোরে মানুষ এবং তার কাজ ভাইরাল (viral) হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে। প্রত্যন্ত গ্রামের কোন শিল্পীও তার কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ে আসছে প্রচারে। আর হয়ে যাচ্ছে রাতারাতি ভাইরাল।
শান্তিপুর কামার পাড়ার বাসিন্দা উৎপল মণ্ডল পেশায় শাড়ির নক্সা তৈরি করে। সেই উপার্জন থেকেই সংসার চালিয়ে তার ১১ বছর বয়সী ছেলের পড়াশোনা ও যাবতীয় শখ পূরণ করেন। গত এক বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাউথ অর্গানের বিভিন্ন গানের সুর ছড়িয়ে যায়। বাড়িতে বসেই সৌম্যর মা ও বাবা মোবাইলে শাওনের মাউথ অর্গানের সুর শোনে। সেই থেকেই সৌম্যর বাবা ও মায়ের ইচ্ছে জাগে সৌম্য শাওনের কাছ থেকে মাউথ অর্গানের প্রশিক্ষণ নেবে। তারপর যোগাযোগ করে শাওনের সাথে। এক বছরের চেষ্টায় ছোট্ট সৌমজিৎ পৌঁছে যায় ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (India book of records 2021)।
গতকালই কুরিয়ারের মাধ্যমে শান্তিপুর কামারপাড়া ঠিকানায় সৌম্যর বাড়িতে আসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট। ছোট্ট সৌম্যর এই সাফল্যে খুশির জোয়ারে মেতে ওঠে সৌমজিৎ এর পরিবার।
এছাড়াও গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার ইচ্ছে প্রকাশ করেন শান্তিপুরের এই ছোট্ট শিশু শিল্পী। ছোট্ট সৌমর মাউথঅর্গানের এর শিক্ষক শাওন পাল বলেন, সে খুবই গর্বিত, যে তার কাছ থেকে মাউথঅর্গানের প্রশিক্ষণ নিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তোলে। তার এই সাফল্যের কারণে শুধু তার পরিবার গর্ববোধ করছে না, গর্ববোধ করছে গোটা শান্তিপুরবাসী।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Harmonica, India Book of Records 2021, Santipur, Viral Video