প্রতিবছরের মতো এবারেও একাদশীর দিন অসহায় বৃদ্ধাদের নিয়ে বিজয়াদশমী পালন করলেন নবদ্বীপের বিধায়ক

Last Updated:

প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে বৃদ্ধারা

বৃদ্ধাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা
বৃদ্ধাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা
দুর্গাপূজা সমাপ্ত হয়েছে কয়েকদিন আগেই। আনন্দে মেতে ছিল আপামর বাঙালি। আলোর ঝলমলানি ও খুশির জোয়ার ছিল কলকাতাসহ গোটা রাজ্যে। যার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি সাধারণ মানুষ। পুজোর পর বিজয়ার শুভেচ্ছাতেও মজে আছে সকলেই। করোনার করালগ্রাসে বহু মানুষ তাদের আত্মীয় পরিজনকে হারিয়েছে। বিষাদের আবরণ ছিল প্রত্যেক মানুষের মনে। তবে দুর্গাপূজায় সেই বিষাদের আবরণকে ভেদ করে খুশির আলো এনেছে প্রতিটা মানুষের মনে।
তবে এমন অনেক মানুষ আছেন যাদের করোনা হোক বা দুর্গাপুজো প্রতিটা অবস্থাতেই তারা অসহায়। খুশির সময় অথবা বিপদে পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না তাদের। তবে বিজয়াদশমীর শুভক্ষণে মানবিকতার এক অনন্য নজির প্রতিবছর দেখা যায় শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা প্রত্যেক বছর বিজয়া দশমীতে অসহায় বৃদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে ফুটিয়ে তোলেন এক অপরিমেয় হাসি। দশমীর উপহার স্বরূপ তাদের হাতে তুলে দেন মিষ্টি এবং বস্ত্র।
advertisement
প্রতিবছরের মতো এবারেও একাদশীর দিন অসহায় বৃদ্ধাদের নিয়ে বিজয়াদশমী পালন করলেন নবদ্বীপের বিধায়ক। নিজে শারীরিকভাবে অসুস্থ তবুও প্রতি বছরের মতো এ বছরও অসহায় বৃদ্ধাদের পা ছুঁয়ে প্রণাম করে, তাঁদেরকে নিজে হাতে মিষ্টি মুখ করিয়ে বিজয়া শুরু করেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা।
advertisement
শনিবার নবদ্বীপ পোড়াঘাট ভজন আশ্রমে প্রায় ৭৫০ বৃদ্ধাদের সাত রকমের মিষ্টি শাড়ি, বিছানার চাদর, গামছা এবং নগদ ১০০ টাকা করে তুলে দেন তিনি। সারা বছর এখানে নামসংকীর্তন করে যা পায় তাই দিয়ে কোনও রকম সংসার চলে যায়। কারোর সংসারে কেউ নেই আবার কারোর সন্তান নেই। কিন্তু সেই অভাবটা বুঝতে দেন না বৃদ্ধাদের অলিখিত পুত্র নন্দ
advertisement
( পুন্ডরীকাক্ষ সাহা)। প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে বৃদ্ধারা। ঘরের ছেলে নন্দ এসে পা ছুঁয়ে প্রণাম করে মিষ্টিমুখ করার প্রথাটা শুরু করেছিলেন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে চাকুরীরত অবস্থায়। আজও তিনি একাদশীর দিনে বিজয় করে আসছেন।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
প্রতিবছরের মতো এবারেও একাদশীর দিন অসহায় বৃদ্ধাদের নিয়ে বিজয়াদশমী পালন করলেন নবদ্বীপের বিধায়ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement