Durga puja 2021| Bengal news: কৃষ্ণনগরের ডাকের সাজের দুর্গা মুকুট পাড়ি দিতে চলেছে আমেরিকা !

Last Updated:

Durga puja 2021| Bengal news: আমেরিকার বসবাসকারী বাঙালিরা দুর্গাপুজোয় কৃষ্ণনগরের শোলার মুকুটের বরাত দিয়েছেন।

#নদিয়া: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (durga puja 2021)। সারা বছর অপেক্ষা করে থাকে প্রতিটা বাঙালি উৎসবের ওই চারটি দিনের জন্য। তবে বিগত কয়েক বছর লকডাউন এর জেরে উৎসবের আনন্দে পড়েছে অনেকটাই ভাটা। তবে করোনার প্রভাব কিছুটা কমার ফলে আবারও আস্তে আস্তে সেজে উঠছে দুর্গাপূজার মরশুম। দেশ থেকে বিদেশে পাড়ি দিচ্ছে দুর্গামূর্তি সহ বিভিন্ন রকম পুজো প্যান্ডেলের সামগ্রী।
এর আগে কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে ঠাকুর গিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ঠিক তেমনই এবার কৃষ্ণনগরের শোলার সাজ, দুর্গার মুকুট পাড়ি দিচ্ছে আমেরিকাতে।করোনা আবহে দুবছর তেমন কাজ হয়নি। প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল কৃষ্ণনগরের ডাক ও শোলা শিল্পীদের। এবছর অনেক আশা নিয়ে তৈরি করেছে সাড়ে দশ ফুটের দুর্গা মুকুট যা শোভাবাজারের একটি দুর্গাপুজোর প্রতিমার মাথায় শোভা পাবে।
advertisement
শুধু তাই নয় কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী শোলার মুকুট পাড়ি দেবে আমেরিকাতেও। সেখানেও বাঙালিরা দুর্গাপুজোয় কৃষ্ণনগরের শোলার মুকুটের বরাত দিয়েছে। করোনায় (coronavirus) থাবা বসিয়েছে ডাক ও সোলা শিল্পীদেরও। করোনার করালগ্রাসে প্রাণ হারিয়েছিলেন কৃষ্ণনগরের ডাক শিল্পী আশীষ বাগচী। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পের যেমন জগৎজোড়া খ্যাতি, ঠিক তেমনই কৃষ্ণনগরের ডাক সাজের দুর্গা মুকুট থেকে শুরু করে দেবদেবীর বিভিন্ন সাঁজ সজ্জাও বেশ খ্যাতি অর্জন করেছে।
advertisement
advertisement
পুজোর(durga puja 2021)  আর বেশি দেরি নেই, তাই যুদ্ধকালীন তৎপরতায় নাওয়া-খাওয়া ফেলে কাজে ব্যস্ত ডাক ও সাজ শিল্পীরা। কলকাতার কুমোরটুলিতে প্রতিমা তৈরি করলেও প্রতিমার মাথায় যে মুকুট শোভা পাবে তা তৈরি কৃষ্ণনগরে। আর তাই শোভাবাজারের দেবী দুর্গা ও তার সন্তানদের জন্য সাজ সজ্জা তৈরি হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরে। বাগবাজারের একটি পুজোর প্রতিমার মাথায় সাড়ে দশ ফুট উচ্চতার মুকুট উঠবে আর সেটি কলকাতার সেরা এবং সর্ববৃহৎ দেবী দুর্গার মুকুট হিসেবেই দাবি করছে কৃষ্ণনগরের ডাক শিল্পীরা। এরই পাশপাশি শোলার সাজের কাজ সুদূর আমেরিকাতে পাড়ি দেবে। আর তার শেষ বেলার প্রস্তুতি চলছে রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে।
advertisement
Mainak Debnath 
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Durga puja 2021| Bengal news: কৃষ্ণনগরের ডাকের সাজের দুর্গা মুকুট পাড়ি দিতে চলেছে আমেরিকা !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement