Nadia News- মানবিকতার আরেক রূপ, এবার পুলিশেরা এগিয়ে এল স্বেচ্ছায় রক্তদান করতে

Last Updated:

সূত্র মারফত জানা যায়, এদিন রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দান করেন

+
রক্তদান

রক্তদান শিবিরে রক্ত দান করছেন পুলিশরা

#কৃষ্ণগঞ্জ: 'রক্তদান জীবন দান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান', এই স্লোগান শুনতে পাওয়া যায় প্রায়ই। তার কারণ এক বোতল রক্ত এক মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তুলতে পারে। কিন্ত অনেকসময় দেখা যায় সঠিক সময়ে সঠিক রক্ত পাওয়া যায়না চিকিৎসার জন্য। ব্লাড ব্যাংক গুলিতেও রক্ত সংকট দেখা যায় প্রায়ই। তার ওপর কিছুদিন আগেই জেলার একটি সরকারি ব্লাড ব্যাংকে রক্ত নিয়ে কালোবাজারির অভিযোগ উঠে আসে। এই রক্ত সংকটকে দূর করতেই এক মহান উদ্যোগ নিতে দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জ পুলিশ আধিকারিকদের। আজ সকাল থেকে কৃষ্ণগঞ্জ থানার উদ্যোগে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের।
এদিন রক্তদান শিবিরে একাধিক পুলিশকর্মীদের দেখা গেল রক্ত দান করতে। পুলিশের আরো একটি মানবিক দিক দেখতে পেরে খুশি কৃষ্ণগঞ্জ এলাকার মানুষেরাও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ এর ভিডিও কামাল উদ্দিন আহমেদ, কৃষ্ণনগর জেলা পুলিশ হেডকোয়ার্টারের অফিসারেরা, কৃষ্ণগঞ্জ ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির লক্ষণ ঘোষ চৌধুরী সহ কৃষ্ণগঞ্জ থানার সমস্ত পুলিশকর্মীরা। সূত্র মারফত জানা যায়, এদিন রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।প্রসঙ্গত, জেলায় একাধিকবার এর আগে অভিযোগ উঠে এসেছে রক্তের কালোবাজারির। কালোবাজারি বন্ধ করার জন্য একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে সাধারণ মানুষেরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। অভিযুক্ত কালোবাজারিকে জুতোর মালা পরানোর ভিডিও প্রকাশ্যে আসে। যদিও প্রশাসনের তৎপরতায় রক্তের কালোবাজারি বন্ধ করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Nadia News- মানবিকতার আরেক রূপ, এবার পুলিশেরা এগিয়ে এল স্বেচ্ছায় রক্তদান করতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement